হাড়হিম কাণ্ড কালনায়! শিশুকন্যা-সহ বধূর দেহ উদ্ধার শ্বশুরবাড়িতে, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা
প্রতিদিন | ২১ সেপ্টেম্বর ২০২৫
অভিষেক চৌধুরী, কালনা: মহালয়ার সকালে হাড়হিম কাণ্ড কালনায়! ঘর থেকে উদ্ধার শিশুকন্যা ও বধূর ঝুলন্ত দেহ। শনিবার সকালে ঘটানাটি ঘটেছে কালনার গুপ্তিপুর এলাকায়। কী কারণে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত গৃহবধূর নাম সোহিনী হেমব্রম। কালনা থানার অন্তর্গত সিমলনের গুপ্তিপুর এলাকার বাসিন্দা। বধূর স্বামী ভিনরাজ্যে কর্মরত। বাড়িতে পাঁচবছরের শিশুকন্যাকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকতেন তিনি। রবিবার সকালে তাঁর বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। সেইমতো প্রস্তুতি নিয়েছিলেন বলে জানা গিয়েছে। তারপর ঘর থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়। একই ধরে থেকে তাদের ঝুলতে দেখা যায়। প্রাথমিক অনুমান, মেয়েকে নিয়ে আত্মঘাতী হয়েছেন সোহিনী। কী কারণে এই সিদ্ধান্ত নিয়ে ঘনিয়েছে রহস্য।
শ্বশুরবাড়ির কারও সঙ্গে সোহিনীর সমস্যা ছিল বলে দাবি করেছে পরিবার। স্থানীয়রাও তেমটনটাই জানাচ্ছেন। তবে কী কারণে আত্মহত্যা? উত্তর খুঁজছে পুলিশ। হাসপাতালে দাঁড়িয়ে শ্বাশুড়ি বলেন, “বউমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। সকালে আমার হাতে লোনের কিস্তির টাকা এবং লাইটের বিলের টাকাও দিয়েছিল। তারপর আমি কাজে চলে যাই। বাড়ি ফিরে দেখি এই ঘটনা। কী করে হল কিছুই বুঝতে পারছি না।” দেহ দু’টি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে নেমেছে।