পুজোয় খোলা থাকবে ইমারজেন্সি, দুদিন বন্ধ থাকবে আউটডোর, কোন কোন দিন?
হিন্দুস্তান টাইমস | ২১ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপুজোর দিনগুলিতে চিকিৎসা পরিষেবায় যাতে কোনও ভাঁটা না পড়ে, সে জন্য ইতিমধ্যেই রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। কারণ, উৎসবের মরশুমে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের বড় একটি অংশ ছুটিতে চলে যান। অনেকে দেশভ্রমণে বা বিদেশ সফরে বেরিয়ে পড়েন। এই পরিস্থিতিতে চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেদিকে লক্ষ্য রেখে পূর্ণ প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য দফতর ও হাসপাতাল কর্তৃপক্ষ।
স্বাস্থ্য দফতরের নির্দেশে পুজোর সময় সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য বিশেষ রোস্টার তৈরি করা হয়েছে। ষষ্ঠীর দিন রবিবার হওয়ায় সেদিন অন্যান্য রবিবারের মতোই সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। অষ্টমীর দিনেও আউটডোর খোলা থাকছে না। তবে বাকি দিনগুলিতে আউটডোর পরিষেবা চালু থাকবে বলে জানা গেছে। জরুরি চিকিৎসা পরিষেবা যাতে বাধাহীনভাবে চলতে পারে, তার জন্য ইমার্জেন্সি ও রোগ পরীক্ষা বিভাগগুলি ২৪ ঘণ্টা খোলা থাকবে। পাশাপাশি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমও সক্রিয় থাকবে।
বেসরকারি হাসপাতালগুলিও পুজোর ছুটিতে বিশেষ পরিষেবা চালু রাখার আশ্বাস দিয়েছে। অ্যাপোলো হাসপাতাল জানিয়েছে, পুজোর দিনগুলিতে তাদের ইমার্জেন্সি, আউটডোর, রোগ ও রক্ত পরীক্ষা বিভাগ খোলা থাকবে। জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর ১০৬৬ সব সময় সক্রিয় থাকবে। সপ্তমী পর্যন্ত হেলথ চেক-আপ পরিষেবা চালু থাকবে এবং তা ফের শুরু হবে ৩ অক্টোবর থেকে। মনিপাল হাসপাতাল গোষ্ঠী জানিয়েছে, পুজোর সময় ২৪ ঘণ্টাই অনলাইনে চিকিৎসকদের সঙ্গে টেলি কনসালটেশনের ব্যবস্থা থাকবে। জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ০৩৩-২২২২১১১১ এবং ৭০২২০২৩২৮৬ নম্বরে। নারায়ণা হেলথ জানিয়েছে, সপ্তমী থেকে দশমীর মধ্যে তাদের আউটডোর বন্ধ থাকবে। তবে ইমার্জেন্সি, অপারেশন, রক্ত পরীক্ষা সব পরিষেবাই চালু থাকবে। অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার জন্য দেশের যে কোনও প্রান্ত থেকে ফোন করা যাবে ১৮০০৩০৯০৩০৯ নম্বরে।
রুবি হাসপাতাল জানিয়েছে, পুজোর ক’দিন ইমার্জেন্সির জন্য যোগাযোগ করা যাবে ৯৭৪৮৯৩২১০০ নম্বরে। ভর্তি ও অ্যাম্বুলেন্স সংক্রান্ত দরকারে ৯৮০১১৭৯১৭৫, আউটডোরের জন্য ৮৩৩৬৯৯০৪৫১ / ০৩৩৬৬০১১৮০০, রোগ পরীক্ষার জন্য ৮০১৭০৬৬৬৮৫ এবং ব্লাড ব্যাঙ্কের জন্য ৯০৭৩৯৯৯৭২১ নম্বরে যোগাযোগ সম্ভব।
বি পি পোদ্দার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের হাসপাতালের ইমার্জেন্সি এবং ওপিডি খোলা থাকবে। ক্রিটিক্যাল রোগীদের সুবিধার জন্য হাসপাতালের ৫ কিলোমিটারের মধ্যে একাধিক জায়গায় অ্যাম্বুলেন্স মোতায়েন থাকবে। চিকিৎসকদের একটি বড় অংশ ‘অন কল’ থাকবেন এবং হোম কেয়ার সার্ভিসও চালু থাকবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনেকেই পুজোর সময় ছুটি নিলেও ঘুরিয়ে-ফিরিয়ে শিফট ম্যানেজ করে পরিষেবায় কোনও ঘাটতি হবে না বলে আশ্বাস দিয়েছে সরকারি-বেসরকারি দুই ক্ষেত্রেই।