• সরকারি কাজে গতি আনতে ফের বড় ঘোষণা নীতীশের, এবার কীসের চমক?
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবার 'মহাদলিত উন্নয়ন মিশনে'র কর্মীদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হবে ট্যাবলেট কেনার জন্য। ভোটের মুখে ফের বড় ঘোষণা করলেন নীতীশ কুমার। এর পাশাপাশি বাড়ানো হয়েছে যাতায়াত এবং স্টেশনারি ভাতাও। সরকারের দাবি, এই পদক্ষেপে তৃণমূল স্তরে উন্নয়নমূলক কাজ আরও গতি পাবে। মুখ্যমন্ত্রীর ঘোষমা অনুসারে বিহারে ১০,০০০-এরও বেশি 'বিকাশ মিত্র' রয়েছেন।

    নীতীশের ঘোষণা, 'বিকাশ মিত্র'দের পরিবহন ভাতা প্রতি মাসে ১,৯০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হবে এবং তাঁদের স্টেশনারি ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হবে।

    বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'বিকাশ মিত্র'রা যাতে সহজেই বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগীদের তথ্য সংরক্ষণ করতে পারেন এবং অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন করতে পারেন, তার জন্য এই ট্যাবলেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ন্যায়সঙ্গত উন্নয়নের নীতি মেনেই সরকার পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। বিশেষ করে তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সম্প্রদায়ের কাছে সরকারি প্রকল্পগুলি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন 'বিকাশ মিত্র'রা। তাঁদের হাতে ট্যাবলেট তুলে দিলে কাজে গতি আসবে।

    নীতীশ কুমার রবিবার ঘোষণা করেছেন, মহাদলিত, দলিত, সংখ্যালঘু এবং অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এবং মহিলাদের সাক্ষরতায় ভূমিকা রাখা ‘শিক্ষা সেবক’দের জন্যও নতুন সুবিধা চালু হচ্ছে। 'আক্ষর আঁচল' প্রকল্পের অন্তর্গত এই কর্মীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কেনার জন্য, যাতে ডিজিটাল কাজ কারবার সহজে সম্পন্ন করা যায়।

    শিক্ষা সেবকদের খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে যেখানে বছরে প্রতিটি কেন্দ্রে ,টাকা বরাদ্দ থাকত, তা বাড়িয়ে ৬০০০ টাকা করা হয়েছে।

    ভোটের আগে রাজ্যবাসীকে দু'হাত ভরে উপহার দিচ্ছে নীতীশ সরকার। এর আগে একাধিক প্রকল্পের অধীনে বিভিন্ন সুবিধা দিয়েছেন তিনি রাজ্যবাসীকে।
  • Link to this news (আজকাল)