পুজোর আগেই হুড়মুড়িয়ে দাম কমছে এই সংস্থার দুধ-ঘি-আইসক্রিমের! কারণ জানলে অবাক হবেন
আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ১৫ আগস্ট। লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, 'এই দিওয়ালিতে, আপনাদের দ্বিগুন-দিওয়ালির কাজ করব আমি। এই দিওয়ালিতে দেশবাসীকে বড় উপহার মিলবে।' তারপর একমাসও কাটেনি। ৩ সেপ্টেম্বর জানা যায়, চার স্তরের কর ব্যবস্থা সরল হল অপেক্ষাকৃত, থাকবে এবার থেকে কেবল দুই স্তরের কর কাঠামো। এই মুহূর্তে ভারতে দ্রব্যাদির উপর মোট চারটি ভাগে জিএসটি কার্যকর। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। ৩ সেপ্টেম্বর বৈঠকে জিএসটি কাউন্সিল ৫ এবং ১৮% এর দ্বি-স্তরের হার কাঠামো অনুমোদন করে, যা ২২ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে।
ঠিক তার আগে, ২১ সেপ্টেম্বর সামনে এল, নয়া জিএসটি ব্যবস্থার আগেই আমুল সংস্থা তাদের কোন কোন দ্রব্যের দাম কতটা কমাল-তথ্য, আমুল ৭০০টিরও বেশি পণ্যের প্যাকের দাম কমিয়েছে, যার মধ্যে রয়েছে-মাখন, ঘি, পনির, আইসক্রিম এবং হিমায়িত খাবার। নতুন দাম ২২ সেপ্টেম্বর, ২০২৫ থেকে কার্যকর হবে। জিএসটি হারে সাম্প্রতিক হ্রাসের পর দাম সংশোধন করা হয়েছে এইসব পণ্যের, সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য তেমনটাই। জিসিএমএমএফ, যা আমুল ব্র্যান্ডের অধীনে দুগ্ধজাত পণ্য বাজারজাত করে, সম্প্রতি জিএসটি হার হ্রাসের সুবিধা গ্রাহকদের কাছে সম্পূর্ণরূপে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এই সংশোধন করেছে।
তথ্য, নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে, আমুল মাখন (১০০ গ্রাম) ৬২ টাকা থেকে কমিয়ে ৫৮ টাকা করা হয়েছে, যেখানে ৫০০ গ্রামের প্যাকেটের দাম এখন ৩০৫ টাকার পরিবর্তে ২৮৫ টাকা করা হয়েছে। ঘি-র দাম কমেছে। ১ লিটার কার্টন ৪০ টাকা কমিয়ে ৬১০ টাকা এবং ৫ লিটার টিনের দাম ২০০ টাকা কমিয়ে ৩,০৭৫ টাকা করা হয়েছে। আমুল তাজা টোনড মিল্ক (১ লিটার ইউএইচটি) ৭৭ টাকা থেকে কমে ৭৫ টাকা এবং আমুল গোল্ড (১ লিটার ইউএইচটি) ৮৩ টাকা থেকে কমে ৮০ টাকা করা হয়েছে।
আইসক্রিমের দামে বড় ছাড় মিলবে বলে তথ্য। আমূল সংস্থা সূত্রে তথ্য, টাব ভ্যানিলা ম্যাজিক (১ লিটার) ১৯৫ টাকা থেকে কমে ১৩৫ টাকায় (৬০ টাকা সাশ্রয়), অন্যদিকে জনপ্রিয় কুলফি পাঞ্জাবি (৬০ মিলি) এখন মাত্র ১০ টাকায় পাওয়া যাবে, যা আগে ছিল ১৫ টাকা। ডুয়েটজ গোল্ড ম্যাঙ্গো (৬০ মিলি)-এর মতো প্রিমিয়াম স্বাদের পণ্যের দাম ২৫ টাকা কমানো হয়েছে, এমনকী স্ট্রবেরি কাপ (৫৫ মিলি) এর মতো ছোট কাপ সার্ভিংও এখন ২০ টাকার পরিবর্তে ১০ টাকায় পাওয়া যাবে।
একনজরে, নয়া জিএসটি ব্যবস্থায় কোন কোন দ্রব্যের ওপর জিএসটি কমছে-
নিত্যপ্রয়োজনীয়- দুধ, পনির, পরোটা, পিৎজা রুটি, খাখরা এবং রুটি-তে জিএসটি লাগবে না বলে খবর সূত্রের। এর আগে এইসব দ্রব্যের উপর পাঁচ শতাংশ জিএসটি স্ল্যাব প্রযোজ্য ছিল। একইসঙ্গে জানা গিয়েছে, মাখন, ঘি, পনির, জ্যাম, সস, স্যুপ, পাস্তা, নোনতা এবং মিষ্টান্নর উপর এবার থেকে লাগু হবে ৫ শতাংশ কর স্ল্যাব, যা ১২-১৮% থেকে কমিয়ে আনা হয়েছে। বাদাম, পেস্তা এবং কাজু বাদামের মতো শুকনো ফল, খেজুর এবং সাইট্রাস ফলের উপরও ধার্য হবে পাঁচ শতাংশের কর-হার। জেলি, মাশুরুম, ভুজিয়া, নারকেলের জল-এসবের উপর থেকে জিএসটি ১২ শতাংশ থেকে নেমে হচ্ছে পাঁচ শতাংশ।
ব্যক্তিগত- চুলের তেল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ, ব্রাশ, সেভিং ক্রিম-এর উপর ১৮ শতাংশ থেকে নেমে ৫ শতাংশ কর ধার্য হবে।
পড়াশোনা- নোটবুক, পেন্সিল, শার্পনার এবং ইরেজারের মতো স্টেশনারি জিনিসপত্রের দামও কম হবে। নোটবুক, পেন্সিল শার্পনার, গ্লোব, ম্যাপ চার্ট, খাতা, ইরেজার করমুক্ত। পাশাপাশি খেলনা, ক্রীড়া সামগ্রী, হস্তশিল্প এবং বাঁশ বা বেত দিয়ে তৈরি আসবাবপত্রও সস্তা হবে।
স্বাস্থ্যগত- থার্মোমিটারের, সমস্ত ডায়গোনেস্টিক কিট, গ্লুকোমিটার, টেস্ট স্ট্রিপের উপর থেকে জিএসটি ১২ থেকে নেমে ধার্য হবে ৫ শতাংশ জিএসটি স্ল্যাব। জীবন রক্ষাকারী ওষুধ যেমন অ্যাগালসিডেস বিটা, ওনাসেমনোজিন, ডারাটুমুমাব এবং অ্যালেক্টিনিব এখন করমুক্ত।
পরিবহন এবং আবাসন- সিমেন্টে এবার থেকে ২৮% থেকে নেমে ১৮%-এর স্ল্যাবে। ট্রাক্টর, সাইকেল, ৩৫০ সিসির কম মোটরসাইকেল, ছোট গাড়ি (পেট্রোল/ডিজেল <১২০০-১৫০০ সিসির, দৈর্ঘ্য <৪ মিটার), বৈদ্যুতিক এবং হাইব্রিড যানবাহন এবং অ্যাম্বুলেন্সের উপর কর হ্রাস করা হবে। মার্বেল, গ্রানাইট ব্লক এবং ফসলের অবশিষ্টাংশ থেকে তৈরি পার্টিকেল বোর্ডের মতো পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রীর উপরও মাত্র ৫% কর প্রযোজ্য হবে।
এয়ার কন্ডিশনার, টিভি (এলইডি, এলসিডি), ডিশ ওয়াশিং মেশিন এর উপর ২৮ শতাংশের বদলে প্রযোজ্য হবে ১৮ শতাংশের জিএসটি স্ল্যাব।