• গোঘাটে জুয়ার ঠেক থেকে গ্রেফতার BJP নেতা, 'সমর্থন করি না,' সাফাই গেরুয়া শিবিরের
    আজ তক | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • হুগলির গোঘাটের বদনগঞ্জে জুয়ার ঠেক থেকে গ্রেফতার স্থানীয় বিজেপি নেতা। শুক্রবার গভীর রাতে কোকন্দ এলাকার একটি বাড়িতে হানা দিয়ে পুলিশ ধরপাকড় চালায়। হাতেনাতে ধরা পড়েন বিজেপির গোঘাট ২ মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট জগন্নাথ রায় সহ মোট ছ’জন। উদ্ধার হয় নগদ টাকা ও তাস।

    স্থানীয় সূত্রের খবর, বহুদিন ধরেই ওই এলাকায় জুয়ার আসর চলছিল। গোপন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালায় পুলিশ।আর সেখানে হাতেনাতে সকলকে ধরে ফেলেন পুলিশ আধিকারিকরা। শনিবার ধৃতদের আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।

    এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, 'বিজেপি নেতার ছত্রছায়ায় এই জুয়ার আসর চলছিল। সমাজবিরোধীদের শেল্টার দিচ্ছে বিজেপি।' তাঁদের দাবি, গ্রামবাসীরাও দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছিলেন।

    যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের বক্তব্য, 'বিজেপি দলগত ভাবে এই ধরনের কাজকে কোনওভাবেই সমর্থন করে না। আইন নিজের মতো চলবে।'

    ধৃত বিজেপি নেতা জগন্নাথ রায়ের কাছে অপরাধে জড়িত থাকার বিষয়ে জানতে চাওয়া হলেও ক্যামেরার সামনে তিনি মুখ খুলতে চাননি।
    সংবাদদাতা: রাহি হালদার
  • Link to this news (আজ তক)