• ‘উন্নত ভারতের পথে বড় বাধা বিচারব্যবস্থা’, মত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্যের
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: “বিচারব্যবস্থা উন্নত ভারতের পথে সবচেয়ে বড় বাধা। মাসের পর মাস আদালতের ছুটি ভুল। ব্রিটিশরা ‘মাই লর্ড’ শব্দটি তৈরি করেছিল এবং এটি পরিবর্তন করা উচিত।”- এমনটাই মত প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (ইএসি) সদস্য সঞ্জীব সান্যালের।

    শনিবার দিল্লিতে ভারতের অ্যাডভোকেট জেনারেলদের এক সম্মেলনে সান্যাল এই মন্তব্য করেন। সম্মেলনের বিষয়বস্তু ছিল ২০৪৭ সালে উন্নত ভারতের জন্য ভারতের আইনি ভিত্তি পুনর্কল্পনা। তিনি বলেছেন, “আমাদের বিচার ব্যবস্থা উন্নত ভারতের পথে বাধা। অনেক আইন বিষয়গুলিকে সরল করার পরিবর্তে জটিল করে তোলে। ভারতের সবচেয়ে বড় সমস্যা হল আইন ও ন্যায়বিচার সময়মতো বাস্তবায়ন করতে না পারা।”

    সব ক্ষেত্রেই আইনি ডিগ্রির প্রয়োজনও হয় না বলে দাবি করে তার পক্ষে সওয়ালও করেছেন তিনি। এ প্রসঙ্গে সান্যাল আরও বলেন, “ভারতীয় আইনি ব্যবস্থা কেবল প্রক্রিয়ার কারণেই নয়, মানসিকতা এবং সংস্কৃতির কারণেও ক্ষতিগ্রস্ত হয়। আইনি ব্যবস্থা মধ্যযুগীয় কাঠামোর। বিভিন্ন স্তর রয়েছে, যেমন সিনিয়র অ্যাডভোকেট, অ্যাডভোকেট-অন-রেকর্ড এবং অন্যান্য। একবিংশ শতাব্দীতে এত স্তর কেন? অনেক ক্ষেত্রে, মামলা লড়তে আইনি ডিগ্রিরও প্রয়োজন হয় না। কারণ আজকের বিশ্বে, কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিও সাহায্য করতে পারে।”

    অনেকেই একে দেশের বিচারব্যবস্থায় সংস্কারের ইঙ্গিত বলে মনে করছেন। সান্যাল মাসব্যাপী আদালতের ছুটি নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বিচার বিভাগ অন্যান্য ক্ষেত্রের মতোই একটি জনসেবা। আপনি কি পুলিশ বিভাগ বা হাসপাতালগুলিকে মাসের পর মাস বন্ধ রাখতে পারেন? ব্রিটিশ আমলের আদালতে ‘মাই লর্ড’-এর মতো শব্দ ব্যবহারের বিরোধিতা করে এগুলি পরিবর্তন করা উচিত বলেও মন্তব্য করেছেন সান্যাল।
  • Link to this news (প্রতিদিন)