• ‘জিএসটি কৃতিত্ব রাজ্যের, ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও অবদান নেই’, মোদিকে খোঁচা মমতার
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জিএসটি-র কৃতিত্ব আসলে রাজ্যের। ভাষণ দেওয়া ছাড়া কেন্দ্রের কোনও কৃতিত্ব বা অবদান নেই।’ পুজো উদ্বোধনে গিয়ে এই ভাষাতেই কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, সোমবার থেকে দেশ জুড়ে নতুন GST কার্যকর করা হচ্ছে। একগুচ্ছ পণ্যের দাম কমবে। তা নিয়েই রবিবাসরীয় বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    তাঁর বক্তব্যের পরই নাম না করে পালটা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তাঁর কথায়, ”কাটল টাকা আমাদের, প্রচার হচ্ছে ওঁদের।” শুধু তাই নয়, একাধিক প্রকল্পের টাকা বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এরপরও রাজ্যকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

    রবিবার, মহালয়ার পুণ্যতিথিতে শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই এদিন সেলিমপুর পল্লীর দুর্গাপুজোর উদ্বোধন করেন তিনি। এরপর বাবুবাগান, বান্ধব সম্মিলনী, যোধপুর পার্ক ৯৫ পল্লী সহ  কলকাতা তথা বাংলার একাধিক পুজো ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই একদিকে যেমন বাংলা এবং বাঙালি অস্মিতাকে নষ্ট হতে দেবেন না বলে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, একইসঙ্গে নয়া জিএসটি নিয়ে মোদি সরকারকে কটাক্ষও করেন তিনি।

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, ”বিমা থেকে জিএসটি তুলে নিতে প্রথমে আমিই চিঠি লিখেছিলাম। মানুষের কষ্ট হচ্ছিল। এর কৃতিত্ব সম্পূর্ণ রাজ্যের।” শুধু তাই নয়, এর জন্য রাজ্য যে ব্যাপক রাজস্ব হারাচ্ছে তাও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ”এজন্য রাজ্যের রাজস্ব লোকসান হচ্ছে ৯০০ কোটি টাকা। বাদবাকি নিয়ে প্রায় ২০ হাজার কোটি টাকার কাছাকাছি রাজস্ব ক্ষতি হচ্ছে।”

    মুখ্যমন্ত্রীর কথায়, ”টাকাটা কেটেছে রাজ্যের জিএসটি থেকে। এজন্য কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না”। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি রাজ্যগুলিকে ঘুরিয়ে টাকা দেওয়া হবে। কিন্তু ১০০ দিনের কাজের টাকা-সহ একাধিক প্রকল্পের টাকা বকেয়া”। কিন্তু এরপরেও মানুষ এতে উপকৃত হবে। তাতে তিনি খুশি বলে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান।

    বলে রাখা প্রয়োজন, রবিবার বিকেলে মূলত জিএসটির সংশোধিত কাঠামোর কথা দেশবাসীকে জানান প্রধানমন্ত্রী মোদি। এর ফলে কতখানি উপকৃত হবে গরিব ও মধ্যবিত্ত, সে কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন,  “এখন থেকে শুধুমাত্র ৫ শতাংশ এবং ১৮ শতাংশ GST থাকবে।” এর ফলে বহু জিনিসের দাম কমে যাবে। 
  • Link to this news (প্রতিদিন)