• ঘন ঘন লোকেশন পরিবর্তন, ‘ফেরার’ মিনি ফিরোজ়কে দিল্লি থেকে গ্রেপ্তার
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • গুলশন কলোনির ঘটনায় অভিযুক্ত মিনি ফিরোজ়কে গ্রেপ্তার করল পুলিশ। নিউ দিল্লি রেল স্টেশনের কাছে আজমের গেট থেকে ফিরোজ়কে গ্রেপ্তার করা হয় রবিবার সন্ধ্যায়। গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশন কলোনিতে গুলি-বোমা ছোড়ে একদল দুষ্কৃতী। নাম উঠে আসে স্থানীয় দাপুটে মুখ ফিরোজ় খানের, এলাকায় ‘মিনি ফিরোজ়’ নামে কুখ্যাত।

    ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে ফিরোজ়ের দুই সঙ্গী। দীর্ঘদিন ধরেই গুলশন কলোনিতে সাম্রাজ্য বিস্তার করে ফিরোজ়। ২০১০ সাল থেকেই বাড়ে রমরমা। ২০১০ সাল থেকে ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত এলাকায় নির্মাণ ব্যবসায় সিন্ডিকেট চালায় ফিরোজ়। বিদ্যুৎ চুরির অভিযোগ থেকে আর্মস কেস, ভয় দেখানো, তোলাবাজি, বেআইনি পার্কিং-সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে ফিরোজ়ের বিরুদ্ধে।

    প্রাথমিক ভাবে অনুমান করা হয়েছিল, সড়কপথে বিহারে পালিয়ে যেতে পারে ফিরোজ়। বিহারের বেশ কিছু অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ ছিল ফিরোজ়ের। সিম ছাড়া ওয়াই-ফাই জোন থেকে ফেসবুকে সক্রিয় ছিল ফিরোজ়। ঘন ঘন নিজের অবস্থানও পরিবর্তন করছিল গুলশন কলোনির ‘বেতাজ বাদশা’। ফিরোজ়কে ধরতে গত কয়েকদিনে বেশ বেগ পেতে হয়েছে পুলিশকে। ফিরোজ়ের লোকেশন ট্র্যাক করা সম্ভব হচ্ছিল না।

    গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশন কলোনিতে একটি দোকানের সামনে প্রকাশ্যে বন্দুকবাজি করতে দেখা যায় ফিরোজ়কে। সঙ্গীদের সঙ্গে এক ব্যক্তিকে মারধর, বাইক ভাঙচুর করতেও দেখা যায়। এই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ঘটনার পর থেকেই পলাতক ছিল ফিরোজ়। অবশেষে দিল্লিতে গ্রেপ্তার করা হয়েছে এই কুখ্যাত দুষ্কৃতীকে। ফিরোজ়কে দিল্লি থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। সোমবার তাকে আদালতে পেশ করবে পুলিশ।

  • Link to this news (এই সময়)