• বিহারের পর এবার এই এই রাজ্যে হতে চলছে SIR! সেপ্টেম্বরের শেষের মধ্যে প্রস্তুত থাকার নির্দেশ সবাইকে ...
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভোটার তালিকা পরিশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) কার্যক্রম শুরু হতে পারে—এই ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (EC)। কমিশন তার রাজ্য নির্বাচন আধিকারিকদের (State Election Officers) সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। একাধিক সরকারি সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে অনুষ্ঠিত রাজ্য চিফ নির্বাচন অফিসারদের (CEOs) সম্মেলনে EC-এর শীর্ষ নেতৃত্ব তাদের জানিয়েছে, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে SIR কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নিতে হবে। “পরিষ্কার নির্দেশনার জন্য সেপ্টেম্বর ৩০ তারিখ নির্ধারণ করা হয়েছে,” জানিয়েছেন কর্মকর্তারা।

    নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যগুলোর CEO-দের বলা হয়েছে, তাদের রাজ্যের ভোটার তালিকা, যা শেষ SIR-এর পর প্রকাশিত হয়েছিল, তা প্রস্তুত রাখতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য তাদের শেষ SIR-এর পরের ভোটার তালিকা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। দিল্লির CEO-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, জাতীয় রাজধানীতে শেষ ইন্টেন্সিভ রিভিশন ২০০৮ সালে হয়েছিল এবং সেই তালিকাই এখনও প্রকাশিত আছে। অন্যদিকে, উত্তরাখণ্ডে শেষ SIR হয়েছিল ২০০৬ সালে, এবং সেই বছরের ভোটার তালিকাই এখন রাজ্যের CEO ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

    সর্বশেষ SIR-এর তালিকাই কেটে দেওয়া সীমারিখা হিসেবে ব্যবহার করা হবে। যেমন, বিহারের ২০০৩ সালের ভোটার তালিকাকে কমিশন ইন্টেন্সিভ রিভিশন এর জন্য ভিত্তি হিসেবে ব্যবহার করছে। বেশিরভাগ রাজ্যে শেষ SIR ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে সম্পন্ন হয়েছে এবং বর্তমানে ভোটারদের বর্তমান তথ্যের সঙ্গে ওই তালিকার তুলনা প্রায় শেষ পর্যায়ে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের পরে SIR কার্যক্রম সমগ্র দেশে চালু করা হবে। বিশেষভাবে লক্ষ্য করা হচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬ সালে আসামে, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা।

    এই ইন্টেন্সিভ রিভিশন-এর মূল উদ্দেশ্য হলো বিদেশি অবৈধ অভিবাসীদের শনাক্ত করা এবং তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া। বিশেষ করে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে অভিযান শুরু হওয়ার প্রেক্ষাপটে এই উদ্যোগকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে রাজনৈতিক ও প্রশাসনিক মহল গুরুত্বসহকারে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ভোটার তালিকা নিশ্চিত করা শুধু ভোটের স্বচ্ছতা নয়, বরং দেশের নাগরিকত্বের সঠিক রেকর্ড বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    রাজ্য প্রশাসনও ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। CEO অফিসগুলো বর্তমানে শেষ SIR-এর তথ্য যাচাই, বর্তমান ভোটারদের তালিকার সঙ্গে মিলিয়ে দেখার কাজ করছে। আগামী কয়েক সপ্তাহে SIR কার্যক্রম শুরু হলে ভোটারদেরকে তথ্য যাচাই ও আপডেট করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে।
  • Link to this news (আজকাল)