• রিউইভ কলকাতা ২০২৫, সাস্টেনেবল লাইফস্টাইলের নতুন দিশা
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, আর সেই শারদ উৎসবকে ঘিরে বিশেষত শহর কলকাতায় সমাজের বিভিন্ন স্তরের মানুষরা বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন। কোথাও বস্ত্র বিতরণ কিংবা ছোট ছোট শিশুদের বই -খাতা পেন্সিল আবার কোথাও পিছিয়ে পড়া মানুষদের বিভিন্নভাবে পাশে থাকা-সহ একাধিক কর্মসূচির মাধ্যমে এই শারদ উৎসব উদযাপন করেন, এবং তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিভিন্ন পুজো উদযাপন সংস্থাগুলি। 

    ঠিক একইরকমভাবে এক অভিনব পদ্ধতিতে এবার মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হল রিউইভ কলকাতা ২০২৫। যাদের এবার মূল লক্ষ্য, প্লাস্টিক মুক্ত সমাজ ও সমাজে ফেলে দেওয়া বা বাতিল হয়ে যাওয়া জামাকাপড় কিভাবে মানুষের সেবায় কাজে লাগানো যায়, তার পথ বার করা । পাশাপাশি, পিছিয়ে পড়া মানুষের কর্মসংস্থান গড়ে তোলা। আর সেই চিন্তা ভাবনাকে বাস্তবে রূপায়িত করছে রিউইভ ২০২৫। একই সঙ্গে যাতে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলা যায় তারও একটা প্রচেষ্টা এই উদ্যোগের মাধ্যমে।

    দুর্গাপূজোর আনন্দঘন পরিবেশে এবার কলকাতা মহানগরির পথে এরা আছে এক ভিন্ন বার্তা নিয়ে - “সবুজে বাঁচি, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ি।”‘রিউইভ কলকাতা ২০২৫’ সেই বার্তাকেই সামনে নিয়ে আসছে পূর্ব ভারতের অন্যতম শীর্ষ সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ হিসেবে।

    এই প্ল্যাটফর্মে মিলিত হয়েছেন পরিবেশ-সচেতন উদ্যোক্তা, ডিজাইন ইনস্টিটিউশন, কারিগর গোষ্ঠী ও আন্তর্জাতিক প্রতিনিধিরা। তাঁদের লক্ষ্য একটাই—চক্রাকার (recycle) অর্থনীতি, টেকসই ফ্যাশন, সবুজ উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে একটি স্বাস্থ্যকর পৃথিবী উপহার দেওয়া। এই উদ্যোগের নেতৃত্ব রয়েছেন কর্মা মোক্ষ নির্বাণ (KMN) ফাউন্ডেশন, যেটি ২০১৪ সাল থেকে সমাজকে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছেন। এই বছরের এই উদ্যোগের সঙ্গে রয়েছে সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশন। বলা চলে, এটি সত্যম রায়চৌধুরী ফাউন্ডেশনের একটি সোশ্যাল ইম্প্যাক্ট ইনিশিয়েটিভ। যেটি উদ্যোগকে নতুন মাত্রা দিয়েছে। এই বছরের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল মানুষকে সাসটেইনেবল লাইফস্টাইলের সঙ্গে যুক্ত করে একটি ন্যায়সঙ্গত ও সবুজ পৃথিবী গড়ে তোলা।

    উল্লেখ্য, দুর্গাপূজার প্রাক্কালে বিশেষভাবে সাজানো একটি ভ্যান কলকাতার বিভিন্ন পথ  ভ্রমণ শুরু করল শুক্রবার  ১৯ সেপ্টেম্বর থেকে। এই সুসজ্জিত ভ্যান-এর মূল উদ্দেশ্য শহর কলকাতার নাগরিকদের কাছ থেকে পুরোনো জামাকাপড় সংগ্রহ করা এবং তাদের সঙ্গে পরিবেশবান্ধব জীবনযাপন নিয়ে সরাসরি আলোচনা। এদের মাধ্যমে সংগৃহীত পোশাক রূপান্তরিত হবে পরিবেশবান্ধব ও ফ্যাশনেবল ‘র‍্যাগব্যাগস’-এ, যা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের থেকেও মজবুত টেকসই এবং বহুবার ব্যবহারের উপযোগী হবে। এবং একই সঙ্গে এই প্রক্রিয়ায় তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ, বিশেষ করে প্রান্তিক নারী ও LGBTQ সম্প্রদায়ের জন্য।

    রিউইভ কলকাতা ২০২৫ থাকবে শহরের পাঁচটি জনপ্রিয় পুজো মণ্ডপে:

    ১. নাকতলা উদয়ন সংঘ

    ২. ত্রিধারা সম্মিলনী

    ৩. ৩৩ পল্লি

    ৪. আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব

    ৫. এ কে ব্লক, সল্টলেক

    বলাবাহুল্য, এই পুজো মণ্ডপগুলিতে ঘোরার মূল উদ্দেশ্য, এখানে দর্শনার্থীরা সরাসরি পুরোনো জামাকাপড় দান করতে পারবেন। প্রতিদিন প্রতিটি স্টলে দু'জনকে দু'টি বিশেষ উপহার দেওয়া হবে দর্শনার্থীদের মধ্যে থেকে। একই সঙ্গে তাদের উদ্যোগটির আয়োজক অর্থাৎ মিডিয়া পার্টনার রেডিও মিরচি ৯৮.৩ এফএম।  আরো একটি উল্লেখযোগ্য বিষয়, তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন -

    * আইএফবিইসি মুম্বাই

    * ইয়েস ব্যাঙ্ক (সহযোগী অংশীদার)

    * স্পাইসেস অ্যান্ড সসেস (জিরো ওয়েস্ট ক্যাফে পার্টনার)

     ‘রিউইভ কলকাতা ২০২৫’-এর লক্ষ্য শুধু জামাকাপড় রিসাইকেল নয়, বরং শহরবাসীর মধ্যে পরিবেশবান্ধব সচেতনতা ছড়িয়ে দেওয়া। উদ্যোগটির মাধ্যমে দুর্গাপুজোর উৎসব মুখর পরিবেশে এক নতুন বার্তা ছড়িয়ে পড়ছে—“পুরোনোকে নতুন রূপ দাও, প্রকৃতিকে রক্ষা করো।”
  • Link to this news (আজকাল)