তিরুবন্তপুরম: কেরলে আত্মঘাতী বিজেপি কাউন্সিলার। দলীয় কার্যালয় থেকে উদ্ধার করা হয় তিরুমালা ওয়ার্ডের ওই কাউন্সিলারের ঝুলন্ত দেহ। মৃতের নাম কে অনিল কুমার (৫২)। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট। জানা গিয়েছে, একটি সমবায় সমিতির সভাপতি ছিলেন অনিল। সেখানে আর্থিক অনিয়ম নিয়ে দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছিলেন। সুইসাইড নোটে তাঁর আক্ষেপ, বিপদের সময় দল তাঁর পাশে দাঁড়ায়নি। শনিবার তাঁর দেহ উদ্ধারের পর উত্তপ্ত কেরলের রাজনীতি।