• বিদেশে ৮০ কোটির সম্পত্তি! ব্যবসায়ীর ঠিকানায় হানা ইডির
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দিল্লির ব্যবসায়ী ও তাঁর সহযোগীদের বিদেশে ৮০ কোটি টাকার বেনামি সম্পত্তি! এর মধ্যে রয়েছে থাইল্যান্ডের বিলাসবহুল ভিলা ও হেলিকপ্টার। সম্প্রতি অভিযান চালিয়ে এমনই তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। শুক্রবার ও শনিবার হিমাচল প্রদেশ থেকে শুরু করে দিল্লিতে মনবিন্দর সিং নামে ওই ব্যবসায়ীর একাধিক ঠিকানায় একযোগে হানা দেয় ইডি। দিল্লির ইম্পিরিয়াল গ্রুপের চেয়ারপার্সন মনবিন্দর। ফেমা আইনের আওতায় তল্লাশি চালিয়ে মনবিন্দর ও তাঁর স্ত্রী সাগরী সিং সহ অন্য সহযোগীদের বেনামী সম্পত্তির হদিশ মেলে।  তদন্তে জানা গিয়েছে, বেনামে একাধিক বিদেশি কোম্পানিতে বিনিয়োগ করেন মনবিন্দর ও সাগরী। এর মধ্যে রয়েছে সিঙ্গাপুরের এরোস্টার ভেঞ্চার ও দুবাইয়ের ইউনাইটেড এরোস্পেস। বেনামে বেশকিছু সংস্থাও খুলেছিলেন অভিযুক্তরা। এই ধরনের কোম্পানির সাহায্যে দুবাই হয়ে কোটি কোটি টাকা পাচার করা হতো।

    ইডি জানিয়েছে, দুবাইয়ের একটি সংস্থার নামে রবিনসন-৬৬ হেলিকপ্টার কেনা হয়েছিল। দাম ৭ কোটি টাকা। এর জন্য ঋণ দিয়েছিল হংকংয়ের একটি সংস্থা। হিমাচলে অরামা ভ্যালি প্রকল্পের জন্য ওই হেলিকপ্টার দেশে নিয়ে আসা হয়। থাইল্যান্ডের কো সামুইয়ে ১৬ কোটি টাকার ভিলাও রয়েছে মনবিন্দরের।
  • Link to this news (বর্তমান)