• আদালতের কাঠগড়ায় বসে রিল অভিযুক্তের
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আগ্রা: অপহরণ ও গণধর্ষণের মামলায় অভিযুক্ত। কিন্তু এসবের পরোয়া নেই। তার বিরুদ্ধে পকসো মামলার শুনানির সময় আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে মোবাইলে রিল তৈরি করছিল ২৫ বছরের অভিযুক্ত। শুধু তাই নয়, সেই রিল আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দেয়। গত শুক্রবার আগ্রা আদালতের ঘটনা। এই ঘটনায় চরম ক্ষুব্ধ  হন বিচারকও। অভিযুক্তের এই বেয়াদপি ‘অমার্জনীয় অপরাধ’ বলে উল্লেখ করেন বিচারক। এজন্য ওই যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। আদালত সূত্রে খবর, নাবালিকাকে অপহরণ ও গণধর্ষণের মামলায় আদালতে হাজির করানো হয় অভিযুক্তকে। সেখানে কর্তব্যরত পুলিশ কনস্টেবল দেখেন অভিযুক্ত মোবাইল বের করে ভিডিও তৈরি করছে।
  • Link to this news (বর্তমান)