রাঁচি: উত্তম যাদব। ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার। পুলিসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ‘ক্ষমতা থাকলে ধরে দেখান।’ একের পর এক অপরাধে প্রশাসনের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। অবশেষে এনকাউন্টারে মৃত্যু হল সেই উত্তমের। জানা গিয়েছে, এই কুখ্যাত অপরাধীর বিরুদ্ধে ছাতরা, হাজারিবাগে খুন, ডাকাতি, তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্তা জানিয়েছেন, সীমারিয়া থানা এলাকার বাগরা-জাবরা রোডের কাছাকাছি এলাকায় উত্তম লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর মেলে। পুলিশ সেখানে পৌঁছতেই গুলি চালাতে শুরু করে উত্তম। পাল্টা জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে গুরুতর জখম হয় উত্তম। তাঁকে ছাতরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।