আমেরিকা এবং কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ হারাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: আমেরিকা এবং কানাডায় পড়তে যাওয়ার আগ্রহ হারাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা। আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা আইডিপির পরিসংখ্যানেই ধরা পড়েছে এই চিত্র। পড়তে যাওয়ার আগে পড়ুয়ারা সংশ্লিষ্ট দেশ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে খোঁজখবর নেন। সংস্থা জানিয়েছে, গত দু’বছরে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে খোঁজখবর ৪৬ শতাংশ কমেছে। গত এক বছরে কানাডার শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে খোঁজখবর ৭৫ শতাংশ কমেছে। আইডিপির দক্ষিণ এশিয়া, কানাডা এবং ল্যাটিন আমেরিকা শাখার রিজিওনাল ডিরেক্টর পীযূষ কুমার বলেন, ভূরাজনৈতিক কারণে আমেরিকা এবং কানাডা নিয়ে উচ্চশিক্ষার্থীদের আগ্রহ কমছে। তাঁরা অন্যত্র যাওয়ার পরিকল্পনা করছেন। ট্রাম্পের ক্ষমতায় ফেরার বহু আগে থেকেই এই প্রবণতা শুরু হয়েছে। তবে ট্রাম্পের মার্কিন মসনদে বসার পর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অন্যদিকে, কানাডার আর্থিক সঙ্গতি কমেছে। পড়াশোনা শেষ করার পর কর্মসংস্থান ঘিরে সন্দিহান অনেকেই।