ট্রেন থেকে বেডশিট ও তোয়ালে চুরি যাত্রীর, ধরা পড়তেই সাফাই
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: ওই যে...দেখুন স্যার। ব্যাগ থেকে এক এক করে বেডশিট, তোয়ালে বেরচ্ছে। চারটি সেট আছে স্যার। দেখুন, কীভাবে চুরি করে নিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ফেরত দিন। নয়তো ৭৮০ টাকা দিন। রেগে লাল রেলকর্মী। তখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পুরী-দিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস। ওই ট্রেনেরই প্রথম শ্রেণির এসি কামরা থেকে বিছানার চাদর ও তোয়ালে চুরি হাতেনাতে ধরে ফেলেন রেলকর্মী। ধরা পড়েও চুরির কথা বেমালুম অস্বীকার করেন অভিযুক্ত যাত্রী। তিনি তো বটেই, তাঁর পরিবারের সদস্যদের গলায় তখন সাফাইয়ের সুর। তাঁদের দাবি, কোনও কারণে ভুল করে ওগুলো ব্যাগে ঢোকানো হয়ে গিয়েছে হয়তো। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঘটনার সেই ভিডিও। তবে, ওই ভিডিও কোন স্টেশনে তোলা হয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি প্রথমে এক টিকিট পরীক্ষক ও রেলকর্মীর নজরে আসে। ট্রেনে ব্যবহারের জন্য দেওয়া বিছানার চাদর, তোয়ালে ব্যাগে ঢুকিয়ে নেমেও পড়ছিলেন তিনজন। ব্যাগ খুলতে একের পর এক রেলের ‘সম্পত্তি’ বেরিয়ে আসে। ঠিক তখনই সুর নরম করে অভিযুক্তদের সাফাই, ‘ভুলবশত হয়েছে। মায়ের বয়স হয়েছে, তিনি হয়তো ভুল করে ঢুকিয়ে ফেলেছিলেন।’ ওই যাত্রীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে রেলসূত্রে জানা গিয়েছে।