• মোদির মাকে ফের কুকথা? অভিযোগ বিজেপির, ষড়যন্ত্র দেখছে আরজেডি
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: বিহারে রাহুল গান্ধীর ভোটাধিকার যাত্রা চলাকালে এক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা সম্পর্কে অপশব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল। এজন্য এক যুবককে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় কংগ্রেস ও আরজেডিকে নিশানা করছিল বিজেপি তথা এনডিএ শিবির। প্রধানমন্ত্রীও বিষয়টি নিয়ে সরব হয়েছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্ক। এবার বিজেপির নিশানায় আরজেডি। মহুয়া এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবের ‘বিহার অধিকার যাত্রা’র মঞ্চ থেকে মোদির মা সম্পর্কে কুকথা বলা হয়েছে বলে গেরুয়া শিবিরের দাবি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য আরজেডিকে আক্রমণ করেছেন। যদিও ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে দাবি আরজেডি। ভিডিও বিকৃতিরও অভিযোগ তুলেছে তারা। 

    মালব্যর দাবি, অত্যন্ত কুরুচিকর শব্দ। সভায় তেজস্বী থাকা সত্ত্বেও তিনি কর্মী সমর্থকদের এমন ভাষা প্রয়োগ থেকে বিরত থাকতে বলেননি। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর অভিযোগ,  ‘তেজস্বী ফের মোদিজির মাকে অপমান করেছেন। তাঁর সভায় থেকে আরজেডি কর্মীরা লাগাতার কুরুচিকর স্লোগান দিয়ে গিয়েছেন, আর তাতে উৎসাহ জুগিয়েছেন তেজস্বী।’ যদিও মহুয়ার আরজেডি বিধায়ক মুকেশ কুমার রৌশন এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। 
  • Link to this news (বর্তমান)