• নতুন আইনজীবীদের মাসে পাঁচ হাজার ভাতা নীতীশের
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • পাটনা: বিধানসভা ভোটে ক্ষমতা ধরে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ভোটারদের মন জয়ে একের পর এক ‘উপহার’ ঘোষণা করছে তাঁর সরকার। এবার নয়া নথিভুক্ত আইনজীবীদেরও আর্থিক সহায়তার ঘোষণা। মাসে ৫ হাজার টাকা করে ভাতা পাবেন নতুন আইনজীবীরা। পাশাপাশি, বিকাশ মিত্র, শিক্ষকর্মী (তালিমি মার্কাজ সহ)দের জন্যও একগুচ্ছ আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। রবিবার উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন, ১ জানুয়ারি ২০২৪ থেকে নাম নথিভুক্ত করা নতুন আইনজীবীরা তিনবছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন। এছাড়া, ই-লাইব্রেরি তৈরির জন্য রাজ্য অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন আবেদন করলে এককালীন ৫ লক্ষ টাকা অনুদান পাবে। বিহারের অ্যাডভোকেট ওয়েলফেয়ার ট্রাস্ট কমিটিকে ৩০ কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও আইনজীবীদের সুবিধার্থে আরও বেশকিছু ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, রবিবার বিকাশ মিত্রদের জন্য বড় ‘উপহার’ ঘোষণা করেছেন নীতীশ। বিহার মহাদলিত বিকাশ মিশনের অধীনস্থ কর্মীদের ট্যাব কেনার জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। সেইসঙ্গে, বিকাশ মিত্রদের পরিবহণ ভাতা বাড়িয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)