বিশেষ সংবাদদাতা, আগরতলা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের একদিন আগে ত্রিপুরায় শাসক জোটের শরিকি সংঘর্ষ। ঝরল রক্ত। বিজেপির সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে তিপ্রামথার কর্মী সমর্থকদের বিরুদ্ধে। আহত হয়েছেন বিজেপির জনজাতি মোর্চার সহ সভাপতি মঙ্গল দেববর্মা সহ একাধিক দলীয় কর্মী। আহতদের চিকিৎসার জন্য জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় এক সাংবাদিকও জখম হয়েছেন।
রবিবার বিজেপির এই সভায় যোগ দেওয়ার কথা ছিল সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের। মঙ্গল দেববর্মা জানিয়েছেন, এদিন দুপুরে শারদোৎসব উপলক্ষ্যে হেজামারা কমিউনিটি হলে দুঃস্থ মহিলার মধ্যে বস্ত্র বিতরণের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান শুরুর আগেই বেলা বারোটা নাগাদ তিপ্রামথার কর্মী সমর্থকরা হামলা চালায়। লাঠিসোটা নিয়ে তারা বিজেপি কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। অনুষ্ঠান ভেস্তে দিতে কমিউনিটি হলের ভিতরে ঢুকেও দলের কর্মীদের মারধর করে তারা। মঙ্গল দেববর্মার মাথা ফাটিয়ে দেওয়া হয়। আরও পাঁচ-সাত জন বিজেপি কর্মী তিপ্রামথার হামলায় জখম হয়েছেন।
শাসক জোটের দুই শরিকের এই দ্বন্দ্ব নতুন নয়। এর আগে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার জন্য আশারামবাড়িতে বিজেপি কর্মীদের জমায়েতেও হামলার ঘটনা ঘটেছে। দেবী ত্রিপুরাসুন্দরীর নয়া মন্দির উদ্বোধন করতে আজ সোমবার আসছেন মোদি। তার আগের দিনই ফের শরিকি সংঘর্ষের ঘটনা ঘটল। দলের আহত কর্মীদের হাসপাতালে দেখতে আসেন বিপ্লব দেব। তিনি দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।