পাটনা: সামনেই বিধানসভা নির্বাচন। তেজস্বী যাদবের নেতৃত্বে নীতীশ কুমার সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার ফায়দা তুলতে ব্যস্ত আরজেডি। এই অবস্থায় লালুপ্রসাদ যাদবের পারিবারিক অন্তর্কলহ সামনে চলে এল। বিতর্কের কেন্দ্রে লালুপ্রসাদের কন্যা রোহিনী আচার্যের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট ও মন্তব্য। সম্প্রতি এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আমি মেয়ে এবং বোন হিসেবে আমার কর্তব্য এবং ধর্ম পালন করেছি। ভবিষ্যতেও তা করে যাব। আমার কোনও পদ বা রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমার কাছে আত্মমর্যাদাই প্রধান।’ এরপরেই তিনি বেশ কয়েকজন আরজেডি নেতাকে আনফলো করে দিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন তাঁর ভাই তথা আরজেডির মুখ বলে পরিচিত তেজস্বী যাদবও। এর আগে আরজেডির ‘জন অধিকার যাত্রা’র একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সেই ছবিতে দেখা যাচ্ছে, অধিকার যাত্রার জন্য ব্যবহৃত বাসের প্রথম দিকের সিটেই বসে রয়েছেন তেজস্বীর রাজনৈতিক উপদেষ্টা সঞ্জয় যাদব। পরে বিতর্ক সৃষ্টি হওয়ায় অন্য একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে অবশ্য দলের ওবিসি নেতাদের প্রথম দিকের আসনে দেখা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, লালুর পরিবার এখন দু’টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে। এর একদিকে রয়েছেন তেজস্বী এবং লালুর অন্য কন্যা মিশা আর অন্য শিবিরে রোহিনী এবং তাঁর অপর ছেলে তেজপ্রতাপ। এই তেজপ্রতাপকেই গত মে মাসে ছ’বছরের জন্য দল থেকে বহিষ্কার করেছেন লালুপ্রসাদ। সেই তেজপ্রতাপই রোহিনীর পাশে দাঁড়িয়ে বলেছেন, তাঁর দিদিকে যাঁরা অপমান করবে, তাঁদের কৃষ্ণের সুদর্শন চক্রের রোষে পড়তে হবে। তাঁর কথায়, ‘রোহিনী আমার থেকে অনেক বড়। তাঁর কোলে চড়ে বড় হয়েছি। তিনি যে আত্মত্যাগ করেছেন, তা কোনও মা, মেয়ে বা বোনের পক্ষেই কঠিন।’ লালুপ্রসাদের কিডনি বিকল হলে, ২০২২ সালে নিজের একটি কিডনি দিয়েছেন রোহিনী। সেই বিষয়টিই জানিয়েছেন তেজপ্রতাপ। সবচেয়ে বড় কথা, তেজস্বী যাঁকে রাজনৈতিক উপদেষ্টা করেছেন, সেই সঞ্জয়কে বিশ্বাসঘাতক ‘জয়চাঁদের’ সঙ্গে তুলনা করেছিলেন তেজপ্রতাপ। দলের মধ্যে সেই সঞ্জয়ের গুরুত্ব বৃদ্ধি নিয়ে অসন্তুষ্ট রোহিনী এবং তেজপ্রতাপ।
সূত্রের খবর, রোহিনী এবার বিধানসভা ভোটে টিকিট চাইছেন। তবে তাঁকে এবার টিকিট দেওয়া হবে না বলে তেজস্বী সাফ জানিয়ে দিয়েছেন। গত বছর লোকসভা নির্বাচনে সরণ কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছিল আরজেডি। যদিও তিনি হেরে যান। এবার তাঁকে টিকিট দেওয়া হবে না জানতে পেরেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোহিনী। দলের অন্তর্কলহ সামনে আসতেই রাজনৈতিক ফায়দা তুলতে শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং একটি কার্টুন প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কুর্সিতে বসে রয়েছেন সঞ্জয়। সঙ্গে গিরিরাজের খোঁচা, ‘তেজস্বী আগে ঘর সামলান। তারপর না হয় এনডিএ-র সঙ্গে লড়তে আসবেন।’