তরুণীকে খুনের পর সেলফি: দু’মাস পর গ্রেফতার প্রেমিক
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
কানপুর: প্রেমিকাকে খুন করে দেহের সঙ্গে সেলফিও তুলেছিল। পরে দেহ ফেলে এসেছিল ৯৫ কিলোমিটার দূরে যমুনা নদীতে। উত্তরপ্রদেশের কানপুরে সেই যুবতী খুনের কিনারা করল পুলিশ। শনিবার তাঁর প্রেমিক সুরজকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের কাছে জেরায় আপরাধের কথা স্বীকারও করে নিয়েছে অভিযুক্ত। এনিয়ে মোট দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। গত ২১ জুলাইয়ের ঘটনা। আকাঙ্ক্ষা নামে ২০ বছরের তরুণীর ট্রলিব্যাগ থেকে দেহ উদ্ধার ঘিরে কানপুরে চাঞ্চল্য পড়ে গিয়েছিল। খুনের পর তাঁর দেহ শহর থেকে ৯৫ কিলোমিটার দূরে চিল্লাঘাটের কাছে যমুনা নদীতে ফেলে দিয়ে আসে অভিযুক্ত প্রেমিক সুরজ ও তার সঙ্গীরা। পুলিশ জানতে পেরেছে, বছর খানেক আগে সোশ্যাল মিডিয়ায় সুরজের সঙ্গে ফতেপুরের হরিখেড়ার বাসিন্দা আকাঙ্খার সঙ্গে পরিচয় হয়। তারপর দু’জনের মধ্যে সম্পর্ক গভীর হতে শুরু করে। সুরজকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন তিনি। এনিয়ে দু’জনের মধ্যে গোলমালের সূত্রপাত। এরইমধ্যে আকাঙ্ক্ষা জানতে পারেন, সুরজের সঙ্গে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। এনিয়ে গত ২১ জুলাই দু’জনের মধ্যে চরম বচসা হয়। তখন সুরজ তার প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে।