বাসভবন বিতর্ক: প্রধান বিচারপতির মন্তব্যকে ‘ব্যক্তিগত’ আখ্যা চন্দ্রচূড়ের
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
নয়াদিল্লি: ‘কোনও মন্তব্য করতে চাই না। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। তবে সেই মতের সঙ্গে আমি একমত নাও হতে পারি।’ দিনকয়েক আগেই বাসভবন খালি করা নিয়ে খোঁচা দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই। এনিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। এবার তার পালটা দিলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার অনেক পরে সরকারি বাসভবন ছাড়েন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এরইমাঝে সম্প্রতি বিচারপতি সুধাংশু ধুলিয়ার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে গাভাইকে বলতে শোনা যায়, ‘কয়েকজন আছেন, মেয়াদ শেষ হলেই পরের দিন সরকারি বাসভবন ছেড়ে দেন। নভেম্বরে অবসরের পর নিয়ম মেনে আমিও সরকারি বাসভবন ছেড়ে দেব।’ এতেই কেউ কেউ বলতে শুরু করেন, ঘুরিয়ে চন্দ্রচূড়কে কটাক্ষ করেছেন গাভাই। এনিয়ে প্রশ্ন করা হলে চন্দ্রচূড় বলেন, ‘দেখুন আমি কারও সম্পর্কে মন্তব্য করতে চাই না। বর্তমান প্রধান বিচারপতি হয়তো কোনও কথা বলেছেন। তবে সেটি তাঁর নিজস্ব মতামত।’