• বাঙ্কারে লুকিয়ে রাখা ‘গুপ্তধন’ কাফ সিরাপ-গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার ২
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শীতলকুচি: ঘরের মধ্যেই তৈরি বাঙ্কারে যেন লুকিয়ে রাখা হয়েছে ‘গুপ্তধন’। রবিবার পুলিশি অভিযানে তিনটি বাড়ি থেকে বিপুল পরিমাণ এই ‘গুপ্তধন’ কাফ সিরাপ ও গাঁজা উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে শীতলকুচিতে। তিনটি জায়গা থেকে এদিন মোট ৫১৬৫ বোতল কাফ সিরাপ ও ৫৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এ ঘটনায় জিয়ারুল মিয়াঁ এবং আশিদা বিবি নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

    এদিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে শীতলকুচি ব্লকের মাঘপালা-২, গোলেনাওহাটি পঞ্চায়েতের ঠাকুরপাড়া ও শীতলকুচি পঞ্চায়েতের হাসপাতাল পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেখানে উপস্থিত ছিলেন মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার, জয়েন্ট বিডিও সন্দীপন দাশগুপ্ত, শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো সহ অন্যান্য আধিকারিকরা। প্রথম অভিযান চলে শীতলকুচি ব্লকের মাঘপালা-২ গ্রামে। গ্রামের বিশ্বনাথ সরকারের বাড়িতে সিকিম রাজ্যের নম্বর প্লেটের গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৯ কেজি গাঁজা উদ্ধার হয়। যদিও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এই ঘটনায় অভিযুক্ত বিশ্বনাথ সরকার ও নীলরতন সরকারের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

    এরপর গোলেনাওহাটি পঞ্চায়েতের ঠাকুরপাড়া গ্রামের জিয়ারুল মিয়াঁর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ঘরে ঢুকতেই পুলিশকর্তাদের চোখ কপালে ওঠে। ঘরের মধ্যেই বাঙ্কার তৈরি করে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপের প্যাকেট। ওই বাঙ্কার থেকে ৩০৮৫ বোতল কাফ সিরাপ ও ১৬ কেজি গাঁজা উদ্ধার হয়। এই ঘটনায় বাড়ির মালিক জিয়ারুল মিয়াঁকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে, শীতলকুচি পঞ্চায়েতের হাসপাতাল পাড়া এলাকায় আশিদা বিবির বাড়িতে বাঙ্কারে লুকিয়ে রাখা ২০৮০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে। ঘরের ভিতরে জলের ট্যাংক দিয়ে বাঙ্কারটি তৈরি করে সেখানে কাফ সিরাপের প্যাকেটগুলি রাখা হয়েছিল। ঘটনায় আশিদা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তার স্বামী রাহিদুল মিয়াঁ পলাতক। 

    এদিকে, মহালয়ার ভোরে পুলিশের গাড়ি দেখে হতবাক জিয়ারুল ও রাহিদুল মিয়াঁর প্রতিবেশীরা। দু’জনই টোটো চালক। তাদের বাড়ি থেকে কাফ সিরাপ উদ্ধারের ঘটনায় আশ্চর্য প্রতিবেশীরা। রাহিদুল মিয়াঁর প্রতিবেশী জয়নাল হোসেন জানান, ছেলেটি টোটো চালায় ও রং মিস্ত্রির কাজ করে এটা জানতাম। ঘুম থেকে উঠে কাফ সিরাপ উদ্ধারের ঘটনাটি জানতে পারি। 

    মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের মাথাভাঙা মহকুমা আদালতে তুলে সাত দিনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হবে। কী উদ্দেশ্যে গাঁজা ও কাফ সিরাপ মজুত করেছিল ধৃতরা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 

     নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)