• মালদহ শিবাজী সংঘে থিম ডাকঘর, উদ্বোধন পঞ্চমীতে
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • মঙ্গল ঘোষ  মালদহ

    খবর আদানপ্রদান, নথিপত্র পাঠানোর ক্ষেত্রে ডাকঘর ছিল সাধারণ মানুষের কাছে অন্যতম ভরসা। রানারের মাধ্যমে চিঠিগুলি পৌঁছে যেত একাধিক অফিস কিংবা বাড়িতে। দুর্গাপুজোয় মালদহের শিবাজী সংঘের পুজোমণ্ডপে ঢুঁ দিলে দর্শনার্থীদের মনে সেই স্মৃতি ভেসে উঠবে। এবার ওই ক্লাবে ৪৯ তম বর্ষে থিম ‘ডাকঘর’। থিম ফুটিয়ে তুলতে রাজপ্রাসাদের মতো বিরাট ডাকঘর নির্মাণ করা হয়েছে। প্রাসাদের বাইরে এবং ভিতরে থাকবেন একাধিক রানার। মণ্ডপের ভিতরে থাকছে আরও চমক। এখানে দেবী দুর্গার রূপ হবে আধুনিক সাজের। তা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হবেন বলে মনে করছে ক্লাব কর্তৃপক্ষ। 

    মণ্ডপ থেকে প্রায় পাঁচশো মিটার এলাকা মুড়ে ফেলা হবে চন্দননগর এবং জেলার আলোকসজ্জায়। মহাপঞ্চমীতে পুজোর উদ্বোধন রয়েছে বলে জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। ক্লাবের সম্পাদক সুদীপ্ত দে বলেন, রানারের মাধ্যমে একসময় চিঠি সহ নানা কাজ করা হতো। তাঁরা রাত জেগে কাজ করতেন। এবার ডাকঘর থিমের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সেই বিষয়টি তুলে ধরা হবে। মেদিনীপুরের কাঁথির শিল্পীর কাঁধে সেই দায়িত্ব রয়েছে।

    প্রায় পাঁচ দশক আগে শিবাজী সংঘের প্রতিষ্ঠা হয়। পরের বছর ক্লাবের ৫০ বছর পূর্তি। ফি বছর এই ক্লাব জেলার মধ্যে অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজো আয়োজন করে তাক লাগিয়ে দেয়। এবার স্বাধীনতা দিবসে ক্লাবে খুঁটিপুজোর পর থেকে প্রস্তুতি শুরু হয়েছিল। ক্লাবের সদস্য হিসেবে রয়েছেন ইংলিশবাজার পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুতপা দাস ঘোষ, বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মণ (ভোদল) ঘোষ সহ অন্যরা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)