‘মা তুমি অরণ্যময়ী’ থিমে নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবে ফুটিয়ে তোলা হচ্ছে বৃক্ষনিধনের কুফল
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
মৃত্যুঞ্জয় কর্মকার হবিবপুর
৩৯ তম বর্ষে নালাগঞ্জ ইউনাইটেড ক্লাবে এবারের থিম ‘মা তুমি অরণ্যময়ী’। বৃক্ষনিধনের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে বার্তা দেওয়াই প্রধান লক্ষ্য। বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নালাগোলা এলাকার এই ক্লাবে দেখানো হবে অসুর গাছ কাটছে, মা দুর্গা গাছের ভিতর থেকে প্রকট হয়ে তাকে নিধন করছেন। বৃক্ষ নিধনের কুফল সম্পর্কে জানাচ্ছেন বাকি দেবতারা। এবার ক্লাবের পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। বিশেষ প্রতিমার পাশাপাশি প্রচুর শাঁখা, পলা, শঙ্খ, সিঁদুর সহ পুজোর বিভিন্ন সামগ্রী দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। উদ্যোক্তাদের দাবি, মহিলারা আধুনিকতার ছোঁয়ায় শাঁখা, সিঁদুর সহ বিভিন্ন ধর্মীয় রীতি থেকে দূরে সরে যাচ্ছেন। সেসবের ব্যবহার বাড়িয়ে তুলতে মণ্ডপে বিশেষ বার্তা দেওয়া হবে।
উদ্যোক্তারা জানিয়েছেন, প্রথমে এলাকার কয়েকজন যুবক ধুমধাম করে কালীপুজোর আয়োজন করতেন। দু’একদিন আনন্দে মেতে উঠতেন এলাকাবাসীরা। পরবর্তীতে দুর্গাপুজোর আয়োজন করা হয়। এরপর জায়গা নেওয়ার পর শিশুদের বিদ্যালয় নির্মাণ করা হয় ক্লাবের তরফে। আয়োজন বাড়তে বাড়তে এবছর পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকায় পৌঁছেছে। পাশাপাশি, সারা বছর সমাজসেবামূলক কাজ, খেলাধুলো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় লক্ষাধিক দর্শনার্থী মণ্ডপে আসবেন বলে আশা উদ্যোক্তাদের। চতুর্থীতে ভার্চুয়ালি পুজো মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশী পর্যন্ত মণ্ডপে স্থানীয় শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবমীতে থাকবে নরনারায়ণ সেবা। সেদিন প্রায় পাঁচ হাজার জনের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে ক্লাব প্রাঙ্গণে।v ক্লাব সম্পাদক সমর কুমার মহন্ত বলেন, স্থানীয় ও পার্শ্ববর্তী দক্ষিণ দিনাজপুরের মানুষ এই পুজোয় মেতে ওঠেন। দর্শনার্থীদের কথা মাথায় রেখে সবরকম ব্যবস্থা করা হয়েছে। নিজস্ব চিত্র