নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া, আরামবাগ ও বাঁকুড়া: দেবীপক্ষের সূচনায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ছোঁয়ায় পুজো মণ্ডপের উদ্বোধন হল। রবিবার মহালয়ার পুণ্য তিথিতে পুরুলিয়া, আরামবাগ ও বাঁকুড়ায় ৩৩টি পুজো মণ্ডপের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান ঘিরে পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভার্চুয়ালি পুরুলিয়া জেলায় ১৫টি পুজোর উদ্বোধন হল। শুধুমাত্র জেলার সদর শহর পুরুলিয়াতেই এদিন চারটি পুজোর উদ্বোধন হয়। শহরের ৩ নম্বর ওয়ার্ডের নর্থলেক রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সব রকম ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত নন্দা, পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, স্থানীয় কাউন্সিলর সুনয় কবিরাজ সহ অন্যান্যরা।
৩৪ তম বর্ষে এবার ‘আ মরি বাংলা ভাষা’ থিমকে সামনে রেখে সেজে উঠতে চলেছে পুজো মণ্ডপ। সম্পূর্ণ পরিবেশবান্ধব উপকরণ দিয়ে গড়ে ওঠা মণ্ডপে বাংলা ভাষার ঐতিহ্য ও আভিজাত্যকে ফুটিয়ে তোলা হবে। পঞ্চমী থেকেই এই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে যাবে।
সদর শহরের তেলকলপাড়া ষোলোআনা দুর্গাপুজো কমিটি এবার ৬১তম বর্ষে পা দিল। এবছরের থিম অন্নদাতা। পুজো উদ্যোক্তাদের দাবি, এবছরের থিম দর্শনার্থীদের নজর কাড়বে। সেইসঙ্গে পুজো উদ্যোক্তারা তাদের থিমের মাধ্যমে সমাজে বিশেষ বার্তাও ছড়িয়ে দিতে বিশেষভাবে সচেষ্ট হয়েছেন।
এদিন আরামবাগ মহকুমার মধ্যে খানাকুলের ঘোষপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। ঘোষপুরে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আরামবাগের সংসদ সদস্য মিতালি বাগ, অতিরিক্ত জেলাশাসক অনুজ প্রতাপ সিং, মহকুমা শাসক রবি কুমার, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী প্রমুখ। উদ্যোক্তারা জানিয়েছেন, ঘোষপুর হাই স্কুল মাঠে পুজো মণ্ডপ তৈরি হয়েছে। তাঁদের এবারের পুজোর থিম ডিভিসির জলে খানাকুলের আর্তনাদ। পুজো কমিটির সম্পাদক হায়দার আলি বলেন, ডিভিসির ছাড়া জলে ফি বছর খানাকুলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সেইসময় চরম কষ্টে কাটাতে হয় বাসিন্দাদের। আমরা সেই পরিস্থিতিকে মাথায় রেখেই দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করেছি। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরে তার ভার্চুয়াল উদ্বোধন হওয়ায় আমরা খুবই খুশি। দর্শনার্থীরা অনেকেই পুজো উদ্বোধনের অনুষ্ঠান দেখতে আসেন। তবে মণ্ডপের এখনও কিছু কাজ বাকি রয়েছে।
রবিবার বাঁকুড়াতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৭টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন। জেলাজুড়ে ওইসব পুজো মণ্ডপগুলিতে জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই ওইসব মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ঢল নামে। ছুটির দিন হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠান দেখতেও অনেকে বিকেল থেকে ভিড় জমিয়েছিলেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে সিমলাপালের একটি মণ্ডপে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, তালডাংরায় জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায় ও বাঁকুড়া শহরের একটি মণ্ডপে জেলাশাসক সিয়াদ এন এবং পুলিশ সুপার বৈভব তেওয়ারি উপস্থিত ছিলেন। মণ্ডপগুলিতে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন সেখানে দেখানো হয়। তারপর আধিকারিক ও জনপ্রতিনিধিরা স্থানীয়ভাবে পুজোগুলির সূচনা করেন। উদ্যোক্তারা বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পুজোর উদ্বোধন করায় আমরা অত্যন্ত খুশি।