• তৃণমূলের ব্লক ও শহর সভাপতি পদে রদবদল
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের দু’টি সাংগঠনিক জেলার ব্লক ও টাউন সভাপতিদের নাম ঘোষণা করল তৃণমূল। বেশকিছু ব্লক এবং টাউন সভাপতি পদে রদবদল হয়েছে। তবে গোষ্ঠীকোন্দল বাড়ার আশঙ্কায় কিছু ব্লক ও টাউন সভাপতি পদে কোনও নাম ঘোষণা করা হয়নি। সাংগঠনিক দুর্বলতা ও বার বার খারাপ ফলাফলের জন্য বহরমপুর পুর এলাকায় ওয়ার্ড ভিত্তিক নেতাদের নাম ঘোষণা করা হয়েছে। সাগরদিঘি ও লালগোলা ব্লকে কোর কমিটি করে দেওয়া হয়েছে। 

    বেলডাঙা-১ দক্ষিণ ব্লকে আবু সৈয়দের জায়গায় হাসান মণ্ডল তৃণমূলের ব্লক সভাপতি পদে এলেন। বেলডাঙা-২ পশ্চিম ব্লকে গোলক বন্দ্যোপাধ্যায়ের জায়গায় নতুন সভাপতি হলেন সন্দীপ ঘোষ। বেলডাঙার বাকি দু’টি ব্লক এবং বহরমপুর পূর্ব ও পশ্চিম ব্লকে সভাপতি অপরিবর্তিত রইল। হরিহরপাড়া ব্লকের সভাপতি আহতাবুদ্দিনকে সরিয়ে নতুন সভাপতি হলেন জসিমুদ্দিন শেখ। এদিকে ভগবানগোলা ১ ও ২ ব্লকের সভাপতি পদে পরিবর্তন হয়েছে। ভগবানগোলা-১ ব্লকে সভাপতির দায়িত্বে ছিলেন বিধায়ক রেয়াত হোসেন সরকার। নতুন সভাপতি হলেন ইমরান হোসেন প্রামাণিক। ভগবানগোলা-২ ব্লকে সভাপতি ছিলেন আব্দুল রওফ। নতুন সভাপতি হলেন গোলাম সাদিয়ার। জিয়াগঞ্জ-আজিমগঞ্জ, লালগোলা এবং নবগ্রামে পুরনো মুখেই আস্থা রেখেছে দল। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকে মহম্মদ গোলাম আকবরি, লালগোলায় মোতাহার হোসেন রিপন এবং নবগ্রামে মহম্মদ এনায়েততুল্লা সভাপতির পদে বহাল রইলেন। এদিকে কান্দি ও খড়গ্রাম ব্লক সভাপতি পদে কোনও পরিবর্তন হয়নি। তবে কান্দি শহরের সভাপতি দেবাশিস চট্টোপাধ্যায়কে সরিয়ে দেবল দাসকে সভাপতি করা হয়েছে। বড়ঞা দক্ষিণ ব্লকের সমীরণ মণ্ডলের বদলে নতুন সভাপতি হয়েছেন মাহে আলম। এই ব্লকের উত্তরের সভাপতি একই আছেন। অন্যদিকে ভরতপুর-১ ও ২ ব্লকে দলীয় সভাপতির নাম ঘোষণা হয়নি। তবে দুই ব্লক সভাপতিকে সরিয়ে দিয়ে জেলার সহকারী সম্পাদকের তালিকায় রাখা হয়েছে। 

    জঙ্গিপুর সাংগঠনিক জেলায় বড়সড় রদবদল হয়েছে। একসঙ্গে সরিয়ে দেওয়া হল ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি-২, সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতিদের। সরিয়ে দেওয়া হয়েছে ধুলিয়ান টাউন সভাপতিকেও। ফরাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের বর্তমান সভাপতি ইলিয়াস শেখকে সরিয়ে দিয়ে আব্দুস সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ব্লক সভাপতি থাকার পর সড়িয়ে দেওয়া হয়েছে শহিদুল ইসলামকে। সামশেরগঞ্জ ব্লকের নতুন সভাপতি করা হয়েছে জাকির হোসেনকে। তিনি এতদিন বিধায়কের ছায়াসঙ্গী ছিলেন। সুতি-২ ব্লকের সভাপতি লতিফুর রহমানের বদলে নিয়ে আসা হয়েছে মাসুদ রানাকে। পাশাপাশি সাগরদিঘি ব্লকের সভাপতি নূর মাহবুব আলমকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত বিধানসভা ভোট পর্যন্ত বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বেই গড়ে দেওয়া হয়েছে একটি কোর কমিটি। লালগোলায় রুমা বন্দ্যোপাধ্যায়কে কনভেনর হিসেবে ঘোষণা করে একটি কমিটি করা হয়েছে। এদিকে রঘুনাথগঞ্জ-১ ব্লকের সভাপতি হিসেবে বহাল রয়েছেন গৌতম ঘোষ। সুতি-১ ব্লকের সভাপতি হিসেবে বহাল রাখা হয়েছে সেরাজুল ইসলামকে। পাশাপাশি রঘুনাথগঞ্জ-২ ব্লকের সভাপতি হিসেবে পুনর্বহাল করা হয়েছে ইউসুফ শেখকে। যদিও রঘুনাথগঞ্জ টাউনের পূর্ব এবং পশ্চিম পাড়ের সভাপতিদের রদবদল করা হয়েছে। পূর্ব পাড়ের সভাপতি হয়েছেন রেজাউল করিম এবং পশ্চিম পাড়ের সভাপতি হয়েছেন বামাপদ দাস।

    ডোমকল মহকুমার চারটি ব্লকের মধ্যে তিনটিতে সভাপতির নাম ঘোষণা করা হলেও ডোমকল ব্লক ও টাউনের পদাধিকারীদের নাম ঘোষণা আপাতত মুলতবি রেখেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। জলঙ্গি ব্লকে সাংগঠনিকভাবে উত্তর ও দক্ষিণ— এই দুই জোনের জন্য আলাদা সভাপতি ঘোষণা করা হয়েছে। জলঙ্গি উত্তরের সভাপতি হয়েছেন বিজনকুমার মণ্ডল। আর দক্ষিণে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মহম্মদ আরিফ বিল্লাকে। রানিনগর-১ ব্লকের নতুন সভাপতি হয়েছেন আশরাফুল হক। তবে রানিনগর-২ ব্লকে কোনও পরিবর্তন হয়নি। আগের মতোই সভাপতি পদে বহাল থাকলেন মেহবুব মুর্শিদ।
  • Link to this news (বর্তমান)