তিন জেলায় ভার্চুয়ালি একগুচ্ছ পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, শুরু কাউন্টডাউন
বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক, মেদিনীপুর ও ঝাড়গ্রাম: রবিবার দেবীপক্ষের সূচনায় দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ৫০টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল। এদিন মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরে ১৭টি, পশ্চিম মেদিনীপুরে ১৭টি এবং ঝাড়গ্রাম জেলায় ১৬টি পুজোর উদ্বোধন করেন। তমলুক শহরে আদি তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান তথা পুজো কমিটির প্রধান উদ্যোক্তা দীপেন্দ্রনারায়ণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান চলাকালীন তমলুক শহরে ভারী বৃষ্টি হচ্ছিল।
তমলুক শহরে হাসপাতাল মোড়ে ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনেরও পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন উপলক্ষ্যে হাসপাতাল মোড় চত্বর আলোয় সেজে ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক সৌমেন মহাপাত্র, মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদার সহ বেশ কয়েকজন কাউন্সিলার উপস্থিত ছিলেন। এভাবেই নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, কাঁথি, দীঘা ও এগরার মোট ১৭টি পুজোর উদ্বোধন হয়। প্রশাসন, পুলিসের অফিসার ছাড়াও জনপ্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রবিবার কোলাঘাটের সংকেত ক্লাব ও ছাত্র সংঘের পুজো উদ্বোধন করেন কিন্নর সম্প্রদায়ের ১৫জন সদস্য ও এলাকার সরকারি স্বাস্থ্যকর্মীরা।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার ভার্চুয়াল মাধ্যমে ১৭টি পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মেদিনীপুর শহরের গণপতিনগর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো উদ্বোধনী অনুষ্ঠানে জেলাশাসক খুরশিদ আলি কাদরি, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সদর ব্লকের গোপগড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি, কেশপুর ব্লকের আনন্দপুর গোপালনগর দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গাপুজো, শালবনী ব্লকের পিড়াকাটা বাজার দুর্গাপুজো কমিটি, গড়বেতা-২ ব্লকের গোয়ালতোড় নিউ বয়েজ অ্যাথলেটিক ক্লাবের পুজোর উদ্বোধন হয়। প্রতিটি পুজোর উদ্বোধনে জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। খড়্গপুর-১ ব্লকের একটি পুজোর উদ্বোধন হয়। এদিন ঘাটাল মহকুমায় আটটি পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়। চন্দ্রকোণা থানার বারুনিঘাট সর্বজননী পুজো কমিটি, মদনচক সর্বজনীন পুজো কমিটি, ঘাটাল থানার ন্যাশনাল বয়েজ ক্লাব, চৌকা সর্বজননী পুজো কমিটি ও দাসপুর থানার সোনাখালি স্কুল পাড়া, পাঁচবেড়িয়া সানরাইজ ক্লাব, কৈগেড়্যা সর্বজনীন পুজো কমিটি এবং বৃন্দাবনচক সর্বজনীন পুজো কমিটির পুজোর এদিন উদ্বোধন হয়েছে। এছাড়া, নারায়ণগড় থানা সার্বজনীন পুজো মণ্ডপের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। মোহনপুর রেডশান ক্লাবের পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। এছাড়াও কেশিয়াড়ির কুলবনিতে পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশচন্দ্র মুর্মু।
দেবীপক্ষের সূচনায় ঝাড়গ্রাম জেলার ১৬টি পুজোর ভার্চুয়াল উদ্বোধন হয়। অরণ্য শহরের ঘোড়াধরা সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে জেলাশাসক সুনীল আগরওয়াল, মহাকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত, পুলিশ সুপার অরিজিৎ সিনহা সহ পুলিশ প্রশাসনের অনান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম শহর ছাড়াও বিনপুর-১ ব্লকের আঁধারিয়া পূর্ব হাড়দা দুর্গা পুজো কমিটি, বেলাটিকরি সর্বজনীন দুর্গাপুজো কমিটি, জামবনির গিধনি স্পোর্টিং ক্লাব সর্বজনীন দুর্গাপুজো কমিটি, সাঁকরাইল ব্লকের রগড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটি, গোপীবল্লভপুর-১ ব্লকের গোপীবল্লভপুর থানা সর্বজনীন, বিনপুর -২ ব্লকের গণ্ডাপাল দুর্গাপুজো কমিটির পুজোর উদ্বোধন হয়েছে। ঘোড়াধরা সর্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোক্তা উজ্জ্বল পাত্র ও অমিতাভ বসু মল্লিক বলেন, মুখ্যমন্ত্রী আমাদের পুজো উদ্বোধন করায় আমরা অত্যন্ত খুশি। চতুর্থী থেকেই দর্শনার্থীরা মণ্ডপে প্রতিমা দর্শন করতে পারবেন। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, মহালয়ার দিনেই জেলায় ১৬টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ধাপে ধাপে জেলার আরও বেশকিছু পুজোর উদ্বোধন তিনি করবেন।