• ছাত্রীদের সুরক্ষার কথা ভেবে বীরভূমে প্রতিটি স্কুলে বসবে ‘মনের কথা’ বক্স
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রামপুরহাটের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বীরভূমজুড়ে স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে চলেছে জেলা শিশু সুরক্ষা দপ্তর। মূলত নাবালিকাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এবার স্কুলে স্কুলে ‘মনের কথা’ বক্স বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পুজো মিটতেই জেলার প্রতিটি স্কুলেই এই বক্স বসানো হবে। এছাড়াও নাবালিকা পড়ুয়াদের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে পুজোর পর প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকদের বিশেষ পাঠ দেবে জেলা শিশু সুরক্ষা দপ্তর। এক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে ধাপে ধাপে হবে সেমিনার। পর্যায়ক্রমিক সেই সেমিনারগুলিতে বিভিন্ন স্কুলের ছাত্রী সহ অভিভাবকরাও থাকবেন। 

    জেলা শিশু সুরক্ষা দপ্তরের আধিকারিক নিরুপম সিনহা বলেন, স্কুল পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে আমরা বড় পদক্ষেপ নিতে চলেছি। জেলাজুড়ে বিভিন্ন স্কুলে একাধিক সেমিনার হবে। ওই সেমিনারগুলিতে গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কে সবাইকে জানান হবে। পাশাপাশি ছাত্রীদের তরফে কোনও অভিযোগ থাকলেস্কুল কর্তৃপক্ষ যাতে দ্রুত পদক্ষেপ নেয়, তা নিশ্চিত করতেও বিশেষ বার্তা দেওয়া হবে এসব সেমিনারে। সেইসঙ্গে ছাত্রীদের তরফে ওঠা যে কোনও অভিযোগ জেলা শিক্ষা দপ্তর সহ শিশু সুরক্ষা দপ্তরে জানাতে হবে। কোনও ক্ষেত্রে অভিযোগ আড়াল করার চেষ্টার খবর প্রকাশ্যে এলে নির্দিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। 

    সম্প্রতি জেলার রামপুরহাটের এক ছাত্রীর সঙ্গেহাড়হিম করা ঘটনা প্রকাশ্যে আসায় অভিভাবকমহলের একাংশ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন।এই পরিস্থিতিতে জেলা শিশু সুরক্ষা দপ্তরের একাধিক পদক্ষেপ কিছুটা হলেও তাঁদের স্বস্তি দিতে চলেছে। শিশু সুরক্ষা দপ্তরের তরফে জানা গিয়েছে, পুজোর পরই জেলার প্রতিটি স্কুলে ‘মনের কথা’ বক্সবসানো হবে। ওই বক্সে পড়ুয়ারা তাঁদের অভাব-অভিযোগ জানাতে পারবে। অভিযোগ জানানোর ক্ষেত্রে প্রয়োজন অনুসারে পড়ুয়ারা তাদের নামও গোপন করতে পারবে। নির্দিষ্ট ওই বক্স প্রতি মাসে একদিন করে খোলা হবে। প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতেই বক্স খুলে স্কুল কর্তৃপক্ষগুলিকে পড়ুয়াদের মনের কথা জানতে হবে। এই বক্সে কোনও পড়ুয়ার তরফে অভিযোগ উঠলে তা দ্রুততার সঙ্গে খতিয়ে দেখে পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে কোনও প্রকার গাফিলতি নজরে এলে স্কুলের প্রধান শিক্ষককে শাস্তির মুখে পড়তে হতে পারে।  ছবি: এআই
  • Link to this news (বর্তমান)