নিজস্ব প্রতিনিধি, তমলুক: তাম্রলিপ্ত রাজবাড়ির দুর্গাপুজো আজ সর্বজনীন হিসেবে আত্মপ্রকাশ করেছে। রবিবার আদি তাম্রলিপ্ত সর্বজনীনের সেই পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছরের মতো দেবীপক্ষের সূচনায় এদিন পুজো উদ্বোধন হয়। সন্ধ্যার পর একপ্রকার মেঘভাঙা বৃষ্টি নেমেছিল। তারমধ্যেই রাজবাড়ি ময়দানে ওই পুজোর উদ্বোধন হয়।
জেলাশাসক পূর্ণেন্দু মাজী, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য, পুরসভার চেয়ারম্যান তথা ওই পুজো কমিটির প্রধান উদ্যোক্তা দীপেন্দ্রনারায়ণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পুরসভার একঝাঁক কাউন্সিলার ও বিশিষ্ট মানুষজন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আলোয় সেজে উঠেছে গোটা এলাকা। পুজো উপলক্ষ্যে রাজবাড়ি ময়দানে মেলা বসে। এখন থেকে তারই প্রস্তুতি চলছে। পুজোয় প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।-নিজস্ব চিত্র