নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ধনধান্যে ভরে মা এসেছেন ঘরে, পূর্ণ শস্য ভাণ্ডার…।’ কথা ও সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাইলেন শিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। রবিবার কলকাতার নজরুল মঞ্চে তৃণমূলের মুখপত্রের উৎসব সংখ্যা প্রকাশের মঞ্চ থেকে এভাবেই রাজ্যে পুরোদমে এসে পড়ল উৎসবের আমেজ। তাঁর কথায় ও সুরে ১৬টি বাংলা গানের সংকলন ‘দুর্গা অঙ্গন’ প্রকাশিত হয় এদিন। গানগুলি গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায় প্রমুখ প্রথিতযশা শিল্পী। মমতার কথায় ও সুরে আরও পাঁচটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। তাঁর সব গানেই বারবার এই বার্তা ধ্বনিত হয়েছে, ‘দেশের সেরা বাংলা’।
সেখানকার আয়োজন দেখে উচ্ছ্বসিত মমতা বলেন, ‘এবার তো ববির (ফিরহাদ হাকিম) পুজো সেরার সেরা।’ চেতলা অগ্রণীর প্রাঙ্গণ থেকেই জেলার শতাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। এদিন এভাবে প্রায় ৩৫০টি পুজোর উদ্বোধন হয়েছে। আরও দু’দিন ভার্চুয়াল মাধ্যমে পুজোর উদ্বোধন করবেন মমতা। সব মিলিয়ে সংখ্যাটা এবার ৮০০ ছুঁতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।