• স্বচ্ছতায় জোর দিতে নির্মল দুর্গাপুজোয় জোর রাজ্যের
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: এবার দুর্গাপুজো হোক ‘নির্মল’। স্বচ্ছতায় জোর দিতে অভিযানের ক্যালেন্ডার তৈরি করে নির্মল দুর্গাপুজো পরিচালনার নির্দেশ দিল রাজ্য। রাজ্যের প্রত্যেকটি জেলায় কর্মসূচি পালনের নির্দেশ পাঠানো হয়েছে। শুধু তাই নয়, স্বচ্ছতার কাজগুলি করে তার ভিডিও ফুটেজ দপ্তরে পাঠানোর কথাও বলা হয়েছে। হুগলিতেও সেই নির্দেশ এসে পৌঁছেছে। হুগলির স্যানিটেশন বিভাগের এক আধিকারিক বলেন, জেলায় নির্মল পুজো পরিচালনা করার জন্য ইতিমধ্যেই ব্লকগুলির সঙ্গে সমন্বয় করা হয়েছে। রাজ্যের দেওয়া নির্দেশ কার্যকর করতে শীঘ্রই বৈঠক করা হবে। খানাকুল-১ এর বিডিও অরিন্দম মুখোপাধ্যায় বলেননি, নির্মল পুজো পরিচালনার জন্য আমরা নিয়মিত উদ্যোক্তাদের বলছি। এমনকী, তা পালন হলে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এরসঙ্গেই সোমবার ব্লকজুড়ে স্বচ্ছতা অভিযান করা হবে। খানাকুল-২ এর বিডিও মহম্মদ জাকারিয়া বলেন, নিয়মিত প্লাবিত এলাকায় স্বচ্ছতা কর্মসূচি নেওয়া হচ্ছে। পুজোর সময়ও যাতে এলাকায় পরিছন্নতায় জোর দেওয়া তা নিয়েও উদ্যোক্তাদের বলা হচ্ছে। 

    গোঘাটের একটি পুজো কমিটির উদ্যোক্তা অমিত সাঁতরা বলেন, আমরা কম বাজেটের পুজো করলেও পরিছন্নতা বজায় রাখার চেষ্টা করি। দর্শনার্থীদের সচেতন করতে পুজো মণ্ডপ থেকেই নিয়মিত মাইকিংও করা হয়। 

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নির্মল পুজো অভিযান কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। এই কর্মসূচিতে যুক্ত করতে হবে ত্রিস্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিদের। এছাড়া স্বনির্ভর গোষ্ঠী, স্বচ্ছতার কাজে নিযুক্ত কর্মীদেরও অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। জঞ্জাল রয়েছে, এমন জায়গাগুলিকে চিহ্নিত করে তা পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। প্লাস্টিকের বিকল্প ব্যবহারে জোর দিতে সচেতনতা গড়ে তোলার নির্দেশ দেওয়া দিয়েছে। এছাড়াও স্বেচ্ছাশ্রম দিয়ে পরিছন্নতার কাজে অন্যান্যদের যুক্ত করার পরামর্শও দিয়েছে রাজ্য। এছাড়াও পুজো মণ্ডপ সহ বিভিন্ন জন বহুল এলাকায় স্বচ্ছতা প্রচারের ব্যানার, পোস্টার দেওয়ার কথাও বলা হয়েছে।

    প্রশাসনের এক আধিকারিক বলেন, ২ অক্টোবর গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে প্রত্যেক বছরই স্বচ্ছতা অভিযান করা হয়। এবার পুজোর মধ্যেই তা পালনে জোর দেওয়া হয়েছে। রাজ্যের দেওয়া নির্দেশ কার্যকর করে সর্বোচ্চ দুই মিনিটের ভিডিও ফুটেজ দপ্তরের কাছে পাঠানোর নির্দেশও হয়েছে।   
  • Link to this news (বর্তমান)