• হাবড়ায় মুক্তো, ঝিনুক, শঙ্খ দিয়ে তৈরি হচ্ছে দেবীর মূর্তি
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • শ্যামলেন্দু গোস্বামী , বারাসত: বাবা-মা জীবনের সম্পদ। তাঁদের আশ্রয়েই গড়ে ওঠে সমাজ। বয়স্ক বাবা-মাকে বাড়িতে সুখে-শান্তিতে রাখতে পারলে পরিবারের শোভা বৃদ্ধি পায়। এই ভাবনা মাথায় রেখেই ‘আশ্রয়’ শীর্ষক থিম রূপায়ণ করছে বিরাটি ইয়ং রিক্রিয়েশন ক্লাব। আর সেই থিম ফুটিয়ে তুলতে প্রতিমায় ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক বিভিন্ন প্রাণীর দেহাবশেষ এবং সেখান থেকে পাওয়া বিভিন্ন বস্তু। তালিকায় রয়েছে মুক্তো থেকে শুরু করে ঝিনুক, শঙ্খ,  শামুক।  

    হাবড়ার বাণীপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ পোদ্দার দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মূর্তি তৈরির কাজ করছেন। গাছের শুকনো পাতা, কাচ বা ফেলে দেওয়া নানা জিনিসপত্র দিয়ে তৈরি করেছেন মূর্তি। এবার তাঁর সংযোজন সামুদ্রিক সামগ্রী। প্রায় চারমাস ধরে প্রতিমা তৈরির কাজ চলছে। প্রথমে মাটি দিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। তারপর দেওয়া হয়েছে ফাইবার। সাড়ে ন’ফুটের প্রতিমাকে সাজিয়ে তোলা হচ্ছে মুক্তো দিয়ে। সেগুলি আনা হয়েছে হায়দরাবাদ থেকে। মনি দ্বীপের কসমিং শামুক, আন্দামানের অন্দ্রাণী শঙ্খ, চেন্নাইয়ের মালা সং ডান্ডি মুগা, ওড়িশার তালাইমুনি সিলভার ও গ্রে কালারের শামুক, লাল শঙ্খ, মন্ট, সাউথ কোরিয়া চওনি মক্র ঝিনুক ব্যবহার করা হয়েছে অনান্য মূর্তি তৈরিতে। 

    শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার বলেন, ‘এই প্রতিমা যাবে বিরাটির একটি ক্লাবে। মহালয়ার পরের দিন দেবীকে মণ্ডপের উদ্দেশে নিয়ে যাবেন উদ্যোক্তারা। সামান্য কিছু কাজ বাকি আছে। প্রথমে বাঁশ ও মাটি দিয়ে কাঠামো তৈরি করা হয়েছে। তারপর সামুদ্রিক সামগ্রী দিয়ে মূর্তিকে পুরোপুরি সাজানো হয়েছে। দেবীর মূর্তিতে ব্যবহার করা হয়েছে ছোট ছোট মুক্তো। পুজো কমিটির প্যান্ডেলও আমি তৈরি করেছি। থিম হল আশ্রয়।’ তিনি আরও বলেন, ‘প্রতিমা ও মণ্ডপের এই সজ্জার মধ্য দিয়ে একটাই বার্তা দিতে চাই, বাবা-মাকে ভালোভাবে রাখলে পরিবারের শোভা বাড়ে। তেমনই সামুদ্রিক সামগ্রী, যা সেই অর্থে ব্যবহার হয় না, তার সঠিক ব্যবহারে এভাবেই হয় শোভাবর্ধন’। 

    বিরাটি ইয়ং রিক্রিয়েসন ক্লাবের অন্যতম কর্মকর্তা প্রসূনকান্তি মজুমদার বলেন, ‘আমরা বাবা-মায়ের আশ্রয়ে বড় হই। কিন্তু তাঁরা বৃদ্ধ হলে তাঁদের আশ্রয় দিতে চাই না। এই অবস্থা থেকে মানুষের হুঁশ ফিরুক, আমাদের পুজোর ৭৫তমবর্ষে এই বার্তাই দিতে চাইছি।’ - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)