নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোর পরই হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ১০০ বেড বিশিষ্ট ভবন চালু হতে চলেছে। শনিবার বিকেলে হাসপাতাল পরিদর্শনে এসে এই আশার বাণী শুনিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। ছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, স্বাস্থ্যজেলার সিএমওএইচ সমুদ্র সেনগুপ্ত, বারাসতের এসডিও সোমা দাস, হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা সহ অন্যরা।
জানা গিয়েছে, হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের উন্নতির জন্য বিভিন্ন প্রয়াস নিয়েছেন। তার মধ্যে অন্যতম হাবড়া হাসপাতালে ১০০ বেডের একটি ভবন তৈরি। এটির কাজ প্রায় শেষ। পাশাপাশি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালকে নতুন করে সাজিয়েও তোলা হয়েছে। এর মধ্যেই শনিবার বিকেলে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সহ জেলা প্রশাসনের কর্তারা। হাসপাতালে চারপাশ ঘুরে দেখার পাশাপাশি ভর্তি থাকা রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁরা। হাসপাতালের সার্বিক পরিস্থিতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্যসচিব। এ নিয়ে উত্তর ২৪ পরগনা স্বাস্থ্য জেলার সিএমওএইচ সমুদ্র সেনগুপ্ত বলেন, স্বাস্থ্যসচিব স্যার এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আসেন। বিকেলে হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখেন। উনি হাসপাতালের কাজে সন্তোষ প্রকাশ করেছেন। হাসপাতালে যে ১০০ বেডের ভবন হয়েছে, সেটি দ্রুত চালু হবে বলেই আশ্বাস দিয়েছেন। এদিকে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, স্বাস্থ্যসচিব দ্রুত নতুন ভবন চালু করা হবে বলে জানিয়েছেন। পাশাপাশি হাবড়া ও অশোকনগর হাসপাতাল মিলিয়ে একটি জেলা হাসপাতাল করার কথাও আমাদের জানিয়েছেন। নিজস্ব চিত্র