• কল্যাণী এ-৯ স্কোয়ার পার্কে তৈরি হচ্ছে ময়ূরমহল, লক্ষ ভিড়ের আশা
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: বিগত কয়েক বছর ধরেই দুর্গাপুজোর নতুন ডেস্টিনেশন শহর কল্যাণী। কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে বিগ বাজেটের পুজোর তালিকায় নাম ঢুকেছে এই শহরেরও। এই বছরেও সমান তালে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। মূলত শহরের লুমিনাস ক্লাব, রথতলা সর্বজনীন এবং এ-৯ স্কোয়ার পার্কের পুজো দেখতে লাখো লাখো মানুষ আসে শহরে। এছাড়াও ছোট-বড় আরও বেশ কিছু নজরকাড়া পুজো রয়েছে এখানে। চলতি বছরে এ-৯ স্কোয়ার পার্কের পুজো তুলনামূলকভাবে ছোট হলেও মণ্ডপ তৈরি থেকে আলোকসজ্জা- কোথাও খামতি রাখা হচ্ছে না। 

    এবার এ-৯ স্কোয়ার পার্ক দুর্গাপুজো কমিটির থিম ময়ূরমহল রাজবাড়ি। তাঁদের পুজো এবছরে ৫৪তম বর্ষে পদার্পণ করেছে। বাজেট ২০ লক্ষ টাকা। মণ্ডপের সামনের অংশে থাকছে বিশাল আকৃতির ছ’টি ময়ূর। রাজবাড়ির আদলে তৈরি মণ্ডপের অন্দরমহল সাজানো হচ্ছে ফোম দিয়ে তৈরি বিভিন্ন কলকার মাধ্যমে। এছাড়াও প্লাইউড, চট, বাঁশ, বাটাম প্রভৃতিও ব্যবহার করা হয়েছে। উদ্যোক্তাদের দাবি, প্রত্যেক রাজবাড়ির যেমন বাহিরমহল এবং অন্দরমহল, দুটি অংশ থাকে, তেমনই এই মণ্ডপেরও দুটি অংশ থাকছে। প্রথমে বাহিরমহল দিয়ে প্রবেশ করে অন্দরমহলে যাবেন দর্শকরা। মণ্ডপ ছাড়াও প্রতিমা, আলোকসজ্জাতেও তারা দর্শকদের মন কাড়বে। কল্যাণী মেইন স্টেশন থেকে নেমে দশ মিনিটের হাঁটা পথ পেরোলেই এই বারোয়ারি দেখতে পাবেন দর্শকরা। স্কোয়ার পার্কের মাঠে এই মণ্ডপ ছাড়াও বসছে মেলা।

    পুজো কমিটির সভাপতি শ্রীমন্ত চক্রবর্তী বলেন, এবছর এ-৯ স্কোয়ার পার্কের দুর্গাপুজোর মূল স্লোগান থাকছে ‘আমার পাড়া-আমার পুজো’। আড়ম্বরের প্রতিযোগিতা নয়, আন্তরিকতার স্নিগ্ধ পরশে এবং এ-৯ অঞ্চলের সকল বাসিন্দার অংশগ্রহণ ও সহযোগিতায় এগিয়ে চলেছে এই পুজোর প্রস্তুতি। এ-৯ ছাড়াও বি-৬ এবং বি-৫ এর পুজোয় সাবেকিয়ানার ছোঁয়া থাকছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)