• গুলশন কলোনি: বোমা ও গুলি কাণ্ডের মূল অভিযুক্ত মিনি ফিরোজ ধৃত দিল্লিতে
    বর্তমান | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভর সন্ধ্যায় ফিল্মি কায়দায় গুলশন কলোনিতে চলেছিল বোমা-গুলির তাণ্ডব। এরপর পুলিশের চোখে ধুলো দিয়ে বেপাত্তা হয়ে যায় হামলার মূল অভিযুক্ত মিনি ফিরোজ। শেষ পর্যন্ত রবিবার রাতে নয়াদিল্লি স্টেশনের অদূরে কলকাতা পুলিশের গোয়েন্দাদের জালে ধরা পড়ল মিনি ফিরোজ।

    ঘটনার সূত্রপাত গত ১১ সেপ্টেম্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় কেঁপে উঠেছিল আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনি। হিন্দি সিনেমার কায়দায় গুলি চলে। দেদার বোমাও ছোড়া হয়। তার পরেই গা ঢাকা দেয় হামলার মূল অভিযুক্ত মিনি ফিরোজ। তার খোঁজে শুরু হয় তল্লাশি। গোপন ডেরা থেকে প্রযুক্তির কৌশলে সোশ্যাল মিডিয়ায় একের পর এক হুমকি বার্তা ও মেসেজ পোস্ট করলেও তার হদিশ মেলেনি। শেষ পর্যন্ত গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ছ’টা নাগাদ তাকে নয়াদিল্লি স্টেশনের অদূরে আজমেরি গেট থেকে গ্রেপ্তার করা হয়। 

    পুলিশ সূত্রে খবর, ধৃত মিনি ফিরোজ গুলশন কলোনিতে তাণ্ডবের পর গাড়িতে চেপে বিহারে চলে যায়। সেখানকার গোপন ডেরায় বসে স্থানীয় কাউন্সিলার সুশান্ত ঘোষকে নিশানা করে সমাজমধ্যমে একের পর এক হুমকি মেসেজ পোস্ট করতে থাকে। মূলত এলাকার বেআইনি নির্মাণের দখল নেওয়াই ছিল তার লক্ষ্য। মিনি ফিরোজের পিছনে শাসক দলের একাংশের মদতেরও অভিযোগ উঠেছিল। বিহারে গা ঢাকা দেওয়ার খবর পেলেও কেন পুলিশ তার নাগাল পাচ্ছিল না? তদন্তকারীদের একাংশের মতে, বিহারে থাকাকালীন সঙ্গীদের ইন্টারনেট কানেকশন ব্যবহার করে সে ফেসবুক লাইভ করছিল বা মেসেজ পাঠাচ্ছিল। সিম ছাড়া ওয়াইফাই জোন থেকে মোবাইল ব্যবহার করছিল ফিরোজ। পাশাপাশি, কয়েক ঘণ্টা পর পরই জায়গাও বদল করছিল সে। আর সেই কারণেই তার প্রকৃত অবস্থান চিহ্নিত করা যাচ্ছিল না। ফিরোজের হদিশ পেতে সে যে কোম্পানির ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে, তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল। তাদের দেওয়া তথ্য ধরেই ট্র্যাক করতে করতে গোয়েন্দাদের দল বিহার থেকে দিল্লি পৌঁছয়। গোপন সূত্রে তদন্তকারীরা জানতে পারেন, রবিবার সন্ধ্যায় নিউ দিল্লি স্টেশন থেকে ট্রেন ধরে অন্যত্র পালানোর ছক কষছে ফিরোজ। সেইমতো আগেভাগেই আজমেরি গেটে ফাঁদ পাতা হয়েছিল। সন্ধ্যা ছ’টা নাগাদ তাকে হাতেনাতে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। তাকে হেফাজতে নিয়ে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হবে। - ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)