পুজোয় কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস
দৈনিক স্টেটসম্যান | ২২ সেপ্টেম্বর ২০২৫
দেবীপক্ষ শুরু হওয়ার আগেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের আবহাওয়া রাজ্যবাসীর উদ্বেগ বাড়িয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সেই আশঙ্কাকেও আরও তীব্র করেছে। শহর এবং শহরতলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাতও দেখা যাচ্ছে। শনিবারও জেলার বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হয়, যা চলতি সপ্তাহে কিছুদিনের জন্য অব্যাহত থাকতে পারে। রবিবারেও একই সতর্কতা জারি ছিল আবহাওয়া দপ্তরের তরফে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই অবস্থা বুধবার পর্যন্ত চলবে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়াতেও একই ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ সোমবার থেকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়াতেও মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বাকি দিনগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গে আগের চেয়ে বৃষ্টি কমলেও তা বন্ধ হচ্ছে না। সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহ শেষে আবার বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে আগামী শুক্রবার ও শনিবার দার্জিলিঙে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে অর্থাৎ চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে নতুনভাবে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে দুর্গাপুজোর শেষ দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।