একাদশ-দ্বাদশের মডেল উত্তরপত্র প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের
দৈনিক স্টেটসম্যান | ২২ সেপ্টেম্বর ২০২৫
নবম-দশমের পর এবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। গত ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা হয়। তার ঠিক সাতদিনের মাথায় ৩৬টি বিষয়ের মডেল উত্তরপত্র প্রকাশ করল কমিশন। শনিবার রাত সাড়ে ১১টার পর স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব ওয়েবসাইটে বিভিন্ন বিষয়ের মডেল উত্তরপত্র আপলোড করা হয়। এর আগে গত ১৬ সেপ্টেম্বর নবম ও দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করে এসএসসি।
গত রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, ১৬ সেপ্টেম্বর নবম -দশম এবং ২০ সেপ্টেম্বর একাদশ, দ্বাদশের শিক্ষক নিয়োগের মডেল প্রশ্নপত্র আপলোড করা হবে। সেইমতো আগে নবম ও দশমের এবং একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র আপলোড করল এসএসসি।
উল্লেখ্য, নবম-দশম এবং একাদশ ও দ্বাদশের আপলোড করা উত্তরপত্র রবিবার থেকে চ্যালেঞ্জ করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আগামী পাঁচদিন অর্থাৎ ২০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রশ্ন চ্যালেঞ্জ করা যাবে। তবে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কয়েকটি শর্ত মানার কথা জানিয়েছে কমিশন। প্রার্থীদের কাছ থেকে আসা চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখবেন বিশেষজ্ঞ অধ্যাপক বা সংশ্লিষ্ট বিষয়ের বিশিষ্টজনেরা। চ্যালেঞ্জের জন্য অন্তত দুটো যথাযথ সাপোর্টিং ডকুমেন্ট জমা করতে হবে। প্রতি উত্তর চ্যালেঞ্জ করার জন্য লাগবে ১০০ টাকা। প্রার্থীদের দেওয়া উত্তর ঠিক হলে টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে এসএসসি। নবম-দশমে পরীক্ষা দিয়েছে ২ লাখ ৯৩ হাজার ৯৫২ জন। আর একাদশ-দ্বাদশে পরীক্ষাতে বসেছেন ২ লাখ ২৯ হাজার ৪৯৭ জন। এখন দেখার, এই প্রশ্নপত্র নিয়ে চাকরিপ্রার্থীদের কতজন চ্যালেঞ্জ করতে এগিয়ে আসেন।