• ছোট অতিথির দৌড়াত্ম্যে ব্যাহত বিমান পরিষেবা, কানপুরে ভোগান্তিতে যাত্রীরা
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • নির্ধারিত সময়ে সকলে বিমানে উঠে পড়েছেন। সবাই যে যার সিটে বসেও পড়েছেন। বেল্ট বাঁধা। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে তাণ্ডব চালাল একটা ছোট ইঁদুর। ওই ছোট প্রাণীটি একেবারে ঢুকে পড়েছে বিমানের কেবিনে। আর শুধু ঢুকে পড়েছে তাই নয়, রীতিমতো সে কেবিনে দৌড়াত্ম্য শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তা একজন যাত্রীর নজরেও চলে আসে। এর পরে বিমান থেকে যাত্রীদের নামিয়ে ইঁদুর ধরা হয়। শেষমেশ নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পরে বিমানটি কানপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়।

    রবিবার উত্তরপ্রদেশের কানপুর বিমানবন্দরে ইন্ডিগোর একটি বিমানে গোটা ঘটনাটি ঘটেছে। এতদিন খারাপ আবহাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির মতো বিভিন্ন কারণে বিমান ছাড়তে দেরি হতো। কিন্তু রবিবার একেবারেই অন্য রকম একটি ঘটনা ঘটল। কানপুর থেকে দিল্লিগামী ইন্ডিগো বিমানটি দুপুর ২টো ৫৫ মিনিটে ছাড়ার কথা ছিল। ১৪০ জন যাত্রী বিমানে উঠে পড়েছিলেন। এমন সময়ে হঠাৎই একজন যাত্রী লক্ষ্য করেন, বিমানের ভিতরে একটি ইঁদুর ঘোরাঘুরি করছে। সঙ্গে সঙ্গে তিনি বিমানকর্মীদের বিষয়টি জানান।

    ওই যাত্রীর কাছ থেকে খবর পাওয়ার পরে বিমান কর্তৃপক্ষ আর কোনও ঝুঁকি নেননি। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সঙ্গে সঙ্গে সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়। এর পরে কোমর বেধে সকলে ইঁদুর ধরতে নেমে পড়েন। কিন্তু এত বড় বিমানের ভিতরে ছোট প্রাণীকে খুঁজে বের করা ছিল বেশ কঠিন কাজ।

    দেড় ঘণ্টা ধরে এ ভাবেই ইঁদুর খোঁজার কাজ চলে। প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ৩ মিনিটে বিমানটি কানপুর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। কানপুর বিমানবন্দরের মিডিয়া ইন-চার্জ বিবেক সিং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাত্রীদের সুরক্ষার জন্যই তাঁদের বিমান থেকে নামিয়ে আনা হয়েছিল।

    তবে এটাই প্রথম নয়। এর আগে, গত ২৫ জুন একটি এয়ার ইন্ডিয়া ফ্লাইটে একই ধরনের ঘটনা ঘটেছিল। মুম্বই থেকে ব্যাংককগামী সেই ফ্লাইটের পাখার ভিতরে একটি পাখির বাসা পাওয়া গিয়েছিল। সেই কারণে তিন ঘণ্টারও বেশি সময় পরে বিমানটি ছেড়েছিল।

  • Link to this news (এই সময়)