• সোমে লাগু নয়া GST হার, সাতসকালে বিশেষ বার্তা মোদীর
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • সোমবার থেকে দেশে নতুন জিএসটি হার লাগু হয়েছে। উৎসবের মরশুমে তা দেশবাসীর জন্য উপহার, আগেই দাবি করছিলেন কেন্দ্রের একাধিক মন্ত্রী। নরেন্দ্র মোদীও বলেছিলেন, ‘এখন জিএসটি মানে গ্রেট সঞ্চয় ফেস্টিভ্যাল’। নয়া জিএসটি হার লাগু হওয়ার পরে এ দিন সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    এ দিন নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘সমস্ত দেশবাসীকে এই নয় দিনের উৎসবের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’ নতুন শক্তি এবং বিশ্বাসের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। নবরাত্রির প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘এ বারের নবরাত্রি তাৎপর্যপূর্ণ, কারণ তা জিএসটি সঞ্চয় উৎসবও।’ সাধারণ মানুষের সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের কামনা করেছেন তিনি। এ দিন ফের একবার আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন মোদী।

    গত ৩ সেপ্টেম্বর GST কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ১২ এবং ২৮ শতাংশের GST হার তুলে দেওয়া হবে। এখন থেকে ৫, ১৮ এবং ৪০ শতাংশ হারে GST নেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষের পকেটের স্বাস্থ্যের উন্নতি হবে বলে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন, ‘মধ্যবিত্তের জীবনে বিরাট পরিবর্তন এসেছে। এ বার গরিব মানুষেরা লাভবান হবেন।’

    যদিও বিরোধীদের অভিযোগ, আমেরিকা ট্যারিফ প্রয়োগ থেকে শুরু করে H-1B ভিসা ফি বাড়ি দেওয়ায় প্রভাব পড়েছে ভারতের আইটি সেক্টরে। সেই সমস্ত বিষয় থেকে নজর ঘোরানোর জন্যই নয়া জিএসটি হার লাগু করেছেন মোদী।

  • Link to this news (এই সময়)