• পূর্ব বর্ধমানে মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অন্য কোন কারণ? রহস্য
    এই সময় | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • পূর্ব বর্ধমানে মা ও মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যু হয়েছে সোমা হেমরম (২৫) এবং তাঁর পাঁচ বছরের মেয়ে সোহিনী হেমব্রমের। পুলিশ সূত্রের খবর, সোমা প্রথমে নিজের মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন। এর পরে নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রবিবার কালনার সিমলনের গুপ্তিপুর গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

    পুলিশ সূত্রের খবর, সোমার স্বামী ভিনরাজ্যে কাজ করেন। রবিবার সকালে বাড়ির অন্য সদস্যরা সকলে কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ে সোমা দুর্ঘটনাটি ঘটায় বলে দাবি তাঁর পরিবারের। সোমার শাশুড়ি অঞ্জলি হেমরম বলেন, ‘এ দিন সকালে সোমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। এমনকী সোমা নিজের হাতে বিদ্যুতের বিল ও লোনের কিস্তির টাকাও আমাকে দিয়েছিল। এর পরে আমি কাজে বেরিয়ে গিয়েছিলাম। তার পরে বাড়ি ফিরে এসে দেখি এই ঘটনা।’

    পরিবারের দাবি, কোনও রকম অশান্তি বা ঝগড়া হয়নি। তাই হঠাৎ করে সোমা কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, কালনা থানার পুলিশ তা খতিয়ে দেখছে।

  • Link to this news (এই সময়)