• জন্মদিনের পার্টিতে যাওয়াই কাল হল, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলি এসে লাগল নিরীহ যুবকের দেহে...
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পুরনো শত্রুতার জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বলি হলেন এক নিরীহ যুবক। জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে মাঝখানে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো তাঁর। শনিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের বালিয়া জেলার হালদিপুর থানা এলাকায় এই হিংসাত্মক ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে দুই সাব-ইন্সপেক্টর-সহ মোট চারজন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুনীল যাদব (২৬)। তিনি নিরূপপুর গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাইপুরা ঢালা নামক স্থানে পুরনো বিবাদকে কেন্দ্র করে দুটি গোষ্ঠীর মধ্যে তীব্র বচসা শুরু হয়, যা কিছুক্ষণের মধ্যেই হিংসাত্মক রূপ নেয়। সুনীল কোনও গোষ্ঠীর সঙ্গেই যুক্ত ছিলেন না। কিন্তু দুর্ভাগ্যবশত, তিনি সেই সময়েই ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় সংঘর্ষের মধ্যে পড়ে যান এবং গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    জেলার পুলিশ সুপার (এসপি) ওমবীর সিংহ সংবাদমাধ্যমে জানিয়েছেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের বাবা শিবশঙ্কর যাদবের অভিযোগের ভিত্তিতে পঙ্কজ রাই, লক্ষ্মীনারায়ণ চৌবে, নীরজ চৌবে, শ্রবণ দুবে এবং আরও তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বৈরিয়া সার্কেলের আধিকারিক মহম্মদ ফাহিম কুরেশি।

    এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠায় কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। এসপি জানিয়েছেন, সাব-ইন্সপেক্টর রবি বর্মা ও উদয়প্রতাপ সিংহ এবং হেড কনস্টেবল অরবিন্দ যাদব ও কনস্টেবল অজয় যাদবকে "চরম গাফিলতি, শৃঙ্খলাভঙ্গ এবং কর্তব্যে অবহেলার" কারণে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চৈনছাপড়া গ্রামের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ চৌবে এবং রাইপুরা গ্রামের পঙ্কজ রাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। গত ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনা ঘটে এবং উভয় পক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ সুপারের মতে, সেই সময়ে পুলিশি নিষ্ক্রিয়তার কারণেই সম্ভবত পরিস্থিতি ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে, যার পরিণতিতে সুনীল যাদবের মতো এক নিরীহ যুবকের প্রাণ গেল। তিনি আরও জানান, অভিযুক্তদের খোঁজে বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে।
  • Link to this news (আজকাল)