আজকাল ওয়েবডেস্ক: সোমবার (২২ সেপ্টেম্বর, ২০২৫) দেশ জুড়ে চালু হয়েছে নতুন জিএসটি ব্যবস্থা। গত আট বছর ধরে প্রচলিত ১২ এবং ২৮ শতাংশের জিএসটি করের দু'টি স্তর বাতিল করা হয়েছে। বেশিরভাগ পণ্যের উপরই পাঁচ ও ১৮ শতাংশ জিএসটি কার্যকর হয়েছে। ফলে উৎসবের মরসুমের শুরুতেই কিছুটা স্বস্তি আম দেশবাসীর। জিএসটি কমায় নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে। জিএসটি কর-হার সলস্কারকে ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী 'দিপাবলীর উপহার' বলে অভিহিত করেছিলেন। রবিবার জাতির উদ্দেশ্যে ভাষণে মোদি এই কর-ছাড়ার পদক্ষেপকে 'দ্বিগুণ দীপাবলি' হিসাবে ব্যাখ্যা করেছেন।
কোন কোন জিনিসের দাম কমছে:
* জীবন বিমা পলিসির উপর জিএসটি অব্যাহতি: সমস্ত ব্যক্তিগত জীবন বিমা পলিসি এখন জিএসটির আওতাবিহীন। এর মধ্যে রয়েছে মেয়াদী বিমা পরিকল্পনা, এনডাউমেন্ট পলিসি এবং ইউনিট-লিঙ্কড বিমা পরিকল্পনা (ULIP)। ব্যক্তিগত জীবন বিমা পলিসিগুলির পুনর্বিমাও অব্যাহতির আওতায় আনা হয়েছে।
* স্বাস্থ্য বীমার উপর জিএসটি অব্যাহতি: পরিবার পরিকল্পনা এবং প্রবীণ নাগরিক-নির্দিষ্ট স্বাস্থ্য পলিসি-সহ ব্যক্তিগত স্বাস্থ্য বিমা পলিসিগুলিও এখন জিএসটি-র করসীমার বাইরে।
* পরিবহন পরিষেবার উপর করের হার: সড়কপথে যাত্রী পরিবহনের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট (ITC) ছাড়াই পাঁচ শতাংশ হারে কর আরোপ করা হবে। তবে, পরিবহন অপারেটররা চাইলে ইনপুট ট্যাক্স ক্রেডিট-সহ ১৮ শতাংশ কর দিতে পারেন। বিমান ভ্রমণের ক্ষেত্রে, ইকোনমি ক্লাস টিকিটের উপর পাঁচ শতাংশ কর আরোপিত। অন্যদিকে বিজনেস ক্লাস এবং অন্যান্য প্রিমিয়াম ক্লাসের টিকিটের উপর ১৮ শতাংশ কর আরোপ করা হয়েছে।
* স্থানীয় ডেলিভারি পরিষেবার উপর জিএসটি: যদি স্থানীয় ডেলিভারি পরিষেবা কোনও ই-কমার্স অপারেটর (ECO) এর মাধ্যমে কোনও অনথিভুক্ত পরিষেবা প্রদানকারীর দ্বারা সরবরাহ করা হয়, তাহলে জিএসটি দায় ই-কমার্স অপারেটরের উপর বর্তাবে। যদি ডেলিভারি প্রদানকারী জিএসটির অধীনে নথিভুক্ত হয়, তাহলে সেই ডেলিভারি প্রদানকারী কর দেবেন।
* স্থানীয় ডেলিভারি পরিষেবার উপর জিএসটি হার: স্থানীয় ডেলিভারি পরিষেবার উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্। করা হয়েছে।
* ওষুধের উফর জিএসটি: একাধিক জীবনদায়ী ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, থার্মোমিটার, অক্সিজেন, গ্লুকোমিটারের দাম কমিয়ে এগুলিকে ৫ শতাংশ জিএসটি-র আওতায় নিয়ে আসা হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকেই যাতে দাম কমে, তা নিশ্চিত করতে বিভিন্ন ফার্মেসিতে আলাদা করে মূল্য সংশোধনের নির্দেশও দেওয়া হয়েছে।
* কেন জিএসটি ওষুধকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হল না? অর্থ মন্ত্রক স্পষ্ট করেছে যে- যদি ওষুধগুলিকে জিএসটি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়, তাহলে নির্মাতারা কাঁচামাল এবং প্যাকেজিংয়ের মতো উপকরণের উপর আইটিসি দাবি করার ক্ষমতা হারাবে। এর ফলে তাদের উৎপাদন খরচ বেড়ে যাবে।
* লিজিং এবং ভাড়া দেওয়ার উপর জিএসটি: অপারেটর ছাড়া পণ্য লিজিং বা ভাড়া দেওয়ার উপর পণ্যের মতোই একই হারে কর আরোপ করা হয়েছে। উদাহরণস্বরূপ, যদি কোনও গাড়ি বিক্রির উপর ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হয়, তাহলে চালক ছাড়া সেই গাড়ি ভাড়া করার ক্ষেত্রেও ১৮ শতাংশ কর দিতে হবে। একই নীতি অন্যান্য পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য।
* আমদানিতে জিএসটি হার: জিএসটি ২.০ এর অধীনে সংশোধিত হার আমদানির উপরও প্রযোজ্য হবে। ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে সমন্বিত জিএসটি (আইজিএসটি) আরোপ করা হবে, যদি না কোনও নির্দিষ্ট ছাড় জানানো হয়।
* কোন কোন নিত্যপ্রয়োজনীয় পণ্য়ে জিএসটি ছাড়: দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর পাঁচ শতাংশ জিএসটি ছিল। তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এই সমস্ত পণ্যে আর কোনও কর দিতে হবে না। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, পশুচর্বি, সসেজ়, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডল্স, স্প্যাগেটি, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর ১২ শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ। বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম-সহ অন্যান্য ফলের উপরেও জিএসটি কমে হয়েছে পাঁচ শতাংশ। জ্যাম, জেলি, মাশরুম, ইস্ট, সরষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের ২০ লিটারের বোতলের উপর থেকে জিএসটি কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। পাঁত শতাংশ জিএসটি আরোপিত হয়েছে মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের ক্ষেত্রে।
* ফেস পাউডার এবং শ্যাম্পুর উপর জিএসটি হ্রাস: ফেস পাউডার এবং শ্যাম্পুর উপর জিএসটি কমানো হয়েছে। অর্থ মন্ত্রক ব্যাখ্যা করেছে যে, বৃহৎ কোম্পানিগুলিকে সুবিধা দেওয়ার জন্য নয় বরং জিএসটি কাঠামোকে সহজ করার জন্য এই হার কমানো হয়েছে। টুথপেস্ট, ব্রাশ, ট্যালকম পাউডার, শেভিং ক্রিম, চুলের তেল, সাবান, বাসনপত্র, ছাতা, বাইসাইকেল এবং বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের দাম কমছে।
* বিড়ির দাম কমছে: বিড়ির দামও কমছে। বিড়ির পাতার উপর ১৮ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে ৫ শতাংশ
* আর কোন কোন পণ্যের দাম কমছে: ২৮ থেকে ১৮ শতাং জিএসটি হওয়ায় টিভি, এসি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের দাম কমছে। ছোট গাড়ি (১২০০ সিসি-র নীচে পেট্রল, ১৫০০ সিসি পর্যন্ত ডিজ়েল এবং এলপিজি বা সিএনজি), ৩৫০ সিসি-র নীচে বাইকের দাম কমছে। জুতো এবং জামাকাপড়ের উপর ৫ শতাংশ জিএসটি প্রযোজ্য।
* দাম কমছে সিমেন্ট, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, সার, ট্র্যাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিনের।
কোনগুলির দাম বাড়ল:
* বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর ৪০ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে।
* ২৮ শতাংশ থেকে বাড়িয়ে জিএসটি কর ৪০ শতাংশ করা হয়েছে পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের।
* সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর ৪০ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে।