• এবার 'অপারেশন সিঁদুর' পর্ব দুই বা তিন, 'বেয়ারা' পাকিস্তানকে চরম সতর্কবাণী রাজনীথ সিংয়ের ...
    আজকাল | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর গত ৭ মে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। এই অভিয়ানে পাকিস্তানের থরহরিকম্প। 'বেয়ারা' প্রতিবেশীকে সবক শেখাতে কি অপারেশন সিঁদুরের দুই বা তিন নম্বর পর্ব হতে পারে? ভারতের প্রতিরক্ষামন্ত্রীর জবাব বেশ ইঙ্গিতবাহী!

    পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং স্পষ্ট করে দিয়েছেন যে, ভবিষ্যতে যেকোনও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য কড়া জবাব দেবে ভারত। অপারেশন সিঁদুর-সহ অতীতের সামরিক কর্মকাণ্ডের সম্ভাব্য 'পর্ব দুই, তিন'-এর ইঙ্গিত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর বলেন, এটা সবটাই নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর। তবে তিনি ফের জানিয়েছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো-টলারেন্স নীতিতে অনড়।  

    বর্তমানে উত্তর আফ্রিকার মরোক্কে সফরে রয়েছেন রাজনাথ সিং। রবিীবার সেখানকার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষামন্ত্রীর কাছে অপরেশন সিঁদুরের পর্ব দুই নিয়ে জানতে চাওয়া হয়। উত্তরে রাজনাথ বলেছেন, "এই নিয়ে আমরা কিছুই বলতে পারি না। এটা তাদের (পাকিস্তানের) আচরণের উপর নির্ভর করে। যদি তারা সন্ত্রাসবাদী কাজ করে বা সেই কাজে মদল দেয়, তাহলে তার পাল্টা কড়া জবাব পাবে।"

    কথোপকথনের সময়, কেন্দ্রীয় মন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ২২শে এপ্রিল পহেলগাঁও হামলায় জঙ্গিরা নিহতদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করেছিল। সেই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। বীভৎস সেই হত্যালীলার পর প্রতিরক্ষামন্ত্রী সশস্ত্র বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষা সচিবের সঙ্গে একটি বৈঠকের করে পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার কথা জানিয়েছিলেন। তারপরই ঘটে 'অপারেশন সিঁদুর'।

    সেনার প্রশংসা করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, "আমার প্রথম প্রশ্ন ছিল সরকার অনুমোদন দিলে সেনা বাহিনী কি যেকোনও অভিযানের জন্য প্রস্তুত? সশস্ত্র বাহিনীর প্রধান এক সেকেন্ডও সময় নেননি, উত্তর দেন যে তারা সম্পূর্ণরূপে প্রস্তুত। আমরা এরপর প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যোগাযোগ করি, তিনি আমাদের এগিয়ে যেতে বলেন এবং আমাদের কাজে স্বাধীনতা দেন। এরপর কী ঘটেছিল তা আপনারা দেখেছেন।"

    রাজনাথের হুঁশিয়ারি, "প্রধানমন্ত্রীও বলেছেন যে এটা কেবল একটা বিরতি। অপারেশন সিঁদুর কেবল স্থগিত করা হয়েছে... এটা আবার শুরু করা যেতে পারে।" 

    ইতিবাচক দিক হল, রাজনাথ সিং আরও বলেন যে- ভারতীয় বাহিনী সীমান্তের ওপারে এবং পাক-অধিকৃত কাশ্মীরে একাধিক সন্ত্রাসবাদী লঞ্চপ্যাড ধ্বংস করার পর ইসলামাবাদ যখন যুদ্ধবিরতির আহ্বান জানায়, তখন নয়াদিল্লি একমত হয়েছিল। কারণ "আমরা সুসম্পর্ক রাখতে চাই। কারণ প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বলতেন 'বন্ধু বদলানো যায় কিন্তু প্রতিবেশী নয়' ফলে আমরা তাদের (পাকিস্তান) সঠিক পথে আনার চেষ্টা করছি।"
  • Link to this news (আজকাল)