• চারু মার্কেটের পর গার্ডেনরিচ, পুজোর কলকাতায় শুটআউটে মৃত ব্যক্তি
    প্রতিদিন | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • আর্নব আইচ: চারু মার্কেটের পরে এবার গার্ডেনরিচ। দেবীপক্ষের শুরুতেই কলকাতায় ফের শুটআউট। সপ্তাহের শুরুতেই, সোমবার সকালে গার্ডেনরিচে ডিসি পোর্টের অফিসের কাছে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার যুবকের দেহ। সোমবার সকালেই এই ঘটনা ঘটে। স্থানীয় মানুষের তরফের পশ্চিম বন্দর থানায় খবর দেওয়া হয়। জানা গিয়েছে, স্থানীয় মানুষ গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে আসেন। সেখানে ওই ব্যক্তির দেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় তাঁরা। দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। প্লাস্টিকে ঢেকে দেওয়া হয় ওই যুবকের দেহ। পুলিশ জানিয়েছে মৃতদেহের পাশ থেকে একটি রিভলভার এবং একটি ব্যাগ পাওয়া গিয়েছে। সেই ব্যাগের সূত্র ধরে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

    জানা গিয়েছে ওই যুবকের মাথায় গুলি লেগেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। সকাল ৯.৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই যুবককে খুন করে তাঁর হাতে অস্ত্র ধরিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা। যাতে এই ঘটনাকে আত্মহত্যা মনে হয়। অথবা ওই যুবক সত্যিই আত্মহত্যা করে থাকতে পারেন। দুই ক্ষেত্রেই প্রশ্ন উঠছে অস্ত্র এল কোথা থেকে?
  • Link to this news (প্রতিদিন)