• আড়াই ঘণ্টায় কী ঘটেছিল, প্রশ্ন চা শ্রমিকের দেহ উদ্ধারে
    আনন্দবাজার | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • চা গাছে হাত বাঁধা, গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছিল এক আদিবাসী মহিলার দেহ। শনিবার উত্তর দিনাজপুরের একটি চালু থাকা চা বাগানের এই ঘটনায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃতের এক আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রের দাবি, তদন্তে জানা গিয়েছে, তার আগের সন্ধ্যায় মহিলা ওই আত্মীয়ের সঙ্গে বেরিয়েছিলেন। প্রায় আড়াই ঘণ্টা পরে ওই আত্মীয় ফিরে এলেও, মহিলা আসেননি। সেই সময়ের মধ্যে কী ঘটেছিল, তা জানতে ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার ধৃতকে আদালতে তোলা হলে, সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।

    নিহত মহিলা চা বাগানের শ্রমিক ছিলেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বছর চল্লিশের ওই মহিলা নাবালিকা মেয়েকে নিয়ে বাজার ঘুরে ওই আত্মীয়ের চা বাগানের আবাসনে যান। পর দিন তাঁর দেহ মেলে। মৃতের অবিন্যস্ত পোশাক দেখে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অনেকে সন্দেহ করেন, খুনের আগে মহিলাকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে। পুলিশ জানায়, জেলার একটি মেডিক্যাল কলেজে দেহের ময়না তদন্ত করানো হয়েছে। তবে সে রিপোর্ট এখনও তাদের হাতে আসেনি। সংশ্লিষ্ট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘‘ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে, কোনও কিছু স্পষ্ট ভাবে জানা সম্ভব নয়। আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’’

    এ দিন আদালতে পুলিশ জানায়, মৃত মহিলা ঘটনার দিন ওই আত্মীয়ের আবাসনে মেয়েকে রেখে, সন্ধ্যা ৭টা নাগাদ তার সঙ্গে বেরিয়েছিলেন। প্রায় আড়াই ঘণ্টা পরে, ওই আত্মীয় একাই মদ্যপ অবস্থায় সেই আবাসনে ফিরে আসে। মহিলা রাতে বাড়ি না ফেরায়, তাঁর বড় ছেলে মায়ের খোঁজ করতে ওই আত্মীয়ের বাড়িতে যান বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘রাতে ওই আত্মীয়ের বাড়িতে মা ছিল না।’’ পর দিন সকালে ওই আবাসন থেকে কিছুটা দূরে, চা বাগানে মহিলার দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

    পুলিশ জানায়, মৃত মহিলাকে নিয়ে বাইরে যাওয়ার পরে আড়াই ঘণ্টা ধৃত ব্যক্তি কোথায় ছিল, কী ঘটনা ঘটেছিল, সে সব জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)