এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল আলিপুরদুয়ার জেলায়। বিশ্বকর্মা পুজোর দিন এই ঘটনা ঘটে বলে অভিযোগ। শুক্রবার স্থানীয় থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার। রবিবার রাত পর্যন্ত অভিযুক্ত অধরা। এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনার পরে সালিশিসভা করে বিষয়টি মেটানোর চেষ্টা হয়েছিল। যদিও পুলিশ তা মানতে চায়নি।
জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা অটো চালান। বুধবার, বিশ্বকর্মা পুজোর দিন মেয়েটির বাবা-মা বাড়িতে ছিলেন না। দশম শ্রেণির ছাত্রী মেয়েটি বাড়িতে একাই ছিল। অভিযোগ, সে সুযোগে অভিযুক্ত বাড়িতে ঢুকে তাকে যৌন হেনস্থা করে। তার পর থেকেই মনমরা ছিল সে। বাবা-মা তা টের পেয়ে জিজ্ঞাসা করতেই, সে ঘটনার কথা জানায়। এর পরেই স্থানীয় থানায় অভিযোগ করে মেয়েটির পরিবার।
অভিযোগ, সালিশি সভার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। সেই সভায় তৃণমূলের এক কর্মীর পাশাপাশি, বিজেপির এক পঞ্চায়েত সদস্যও যোগ দেন বলে অভিযোগ। রবিবার রাতে নির্যাতিতার বাবা বলেন, “অভিযুক্তের দাদা বিষয়টি মিটিয়ে নিতে বলেছিল। আমি রাজি হইনি। আমার মেয়েও অভিযুক্তের শাস্তি চায়।” আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।’’