• সালামের হাতে গড়া দুর্গা পাড়ি দিল লন্ডন
    আনন্দবাজার | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • শিল্পী সালাম শেখের হাতে গড়া দুর্গা প্রতিমা এ বার পূজিত হবে লন্ডনে। দত্তপুকুরের পালপাড়ার ফাইবার কারখানায় সালামের হাতে তৈরি দুর্গার অপেক্ষায় লন্ডনের প্রবাসী বাঙালিরা। এলাকার শিল্পীদের দাবি, আন্তর্জাতিক বাজারে দত্তপুকুরের মুকুটে নতুন পালক সালাম।

    সম্প্রীতির চেনা ছক আগেই বদলেছিল দত্তপুকুরের দুর্গাপুজোয়। ২০২৩ সালে অযোধ্যার রাম মন্দিরের জন্য ছেলে বিট্টুকে নিয়ে রামচন্দ্রের মূর্তি বানিয়েছিলেন জামালউদ্দিন। এ বার দুর্গা প্রতিমা তৈরি করলেন সালাম। বেহালার শিবরামপুরের বাসিন্দা পর্ণা দে’র মেয়ে কর্মসূত্রে বর্তমানে লন্ডনে থাকেন। সেখানে বাঙালিদের নিয়ে দুর্গাপুজোর অন্যতম আয়োজক তিনি। পুজোর জন্য ফাইবারের দুর্গা তৈরির বরাত দেন দত্তপুকুরের শিল্পী সালামকে। ইতিমধ্যে উড়ানের জন্য প্রস্তুত সালামের হাতে তৈরি দুই বাই দেড় ফুটের ফ্রেমবন্দি দুর্গা।

    পর্ণা বলেন, ‘‘শিল্পীর হাতের কাজ দেখে আমি খুব খুশি। আমার মেয়ে লন্ডনে থাকে। প্রথম বার সেখানে পুজো করছে। আমিই নিয়ে যাচ্ছি। রবিবারই রওনা দেব। দেড় মাস আগে মূর্তি তৈরির বরাত দিয়েছিলাম।’’ তাঁর মতে, মানবিকতাই বড়। শিল্পী বোধ সকলের মধ্যে থাকে না। হিন্দু-মুসলিম কোনও ব্যাপার না।

    কারখানা সূত্রের খবর, দুর্গা প্রতিমাটি প্রথমে মাটি দিয়ে তৈরি করেন বিশ্বজিৎ বাইন। তার উপরে ফাইবার দিয়ে প্রতিমার পূর্ণাঙ্গ রূপ দেন সালাম। তিনি বলেন, ‘‘আমি শুনেছি এটা লন্ডনে যাবে। অনেক ব্যস্ততার মধ্যেই এটা করেছি, অনেক সূক্ষ্ম কাজ থাকে।’’ সালাম বলেন, "ধর্ম নয়, কর্মই বড় কথা। কাজটা করে খুব ভাল লাগছে। ধর্ম নিয়ে কোনও ভেদাভেদ নেই।" কারখানার রং শিল্পী দেবাশিস কুন্ডু বলেন, "দত্তপুকুর থেকে প্রায়ই ঠাকুর যাচ্ছে বিদেশে। এর আগে ইতালি, পর্তুগাল, আমেরিকাতেও গিয়েছে।’’
  • Link to this news (আনন্দবাজার)