• জঞ্জালের দুর্গা! পরিবেশবান্ধব বার্তা দিতে ফেলে দেওয়া উপকরণ দিয়েই প্রতিমা গড়লেন বর্ধমানের রাজু
    আনন্দবাজার | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • মাটির নয়, জঞ্জালের দুর্গা! ফেলে দেওয়া নানা উপকরণ দিয়েই প্রতিমা গড়লেন বর্ধমানের শিল্পী রাজু বাগ। শিল্পীর হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠল জঞ্জাল।

    মাটির বদলে রকমারি উপকরণ দিয়ে প্রতিমা গড়ার প্রচলন নতুন নয়। বেশ কয়েক বছর আগে থেকেই নানা ধরনের জিনিস দিয়ে প্রতিমা গড়া হচ্ছে। তবে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শিল্পী রাজুর ভাবনাটা ছিল অন্য রকম। পুনর্ব্যবহারযোগ্য জঞ্জাল দিয়ে প্রতিমা বানিয়ে মূলত পরিবেশবান্ধব বার্তা দিতে চেয়েছেন তিনি। আগাগোড়া ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই দুর্গা প্রতিমা। মাটি, খড় কিংবা চটের বদলে ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া নাট-বল্টু, জিআই তার, মরচে ধরা পেরেক, কাঠের টুকরো, ব্লেড, লোহার জালি প্রভৃতি।

    পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বড়কোবলা এলাকার শিল্পী রাজু। তাঁর এই অভিনব দুর্গা প্রতিমা আকারেও বিশেষ বড় নয়। কিন্তু তাতে কী? মাত্র দু’ফুট উচ্চতার এই প্রতিমাই এ বার পাড়ি দিচ্ছে হায়দরাবাদে। সমাজমাধ্যমে রাজুর কাজ দেখে প্রতিমাটি কেনার বরাত দিয়েছেন হায়দরাবাদ নিবাসী এক মহিলা। তাই গত সপ্তাহদুয়েক ধরে প্রতিমা তৈরির কাজে লেগে পড়েছেন রাজু ও তাঁর সহযোগীরা।

    এর আগে দুর্গা, সরস্বতী-সহ নানান দেবদেবীর প্রতিমা তৈরি করেছেন রাজু। থিমনির্ভর শিল্পকর্মও তৈরি করেছেন ফেলে দেওয়া উপকরণ দিয়ে। রাজুর পাশে দাঁড়িয়েছেন এলাকার একঝাঁক তরুণ। পড়াশোনার পাশাপাশি এই কাজ শিখে তাঁরা যেমন দিব্যি হাতখরচ জোগাড় করে ফেলছেন, তেমনই দেখছেন স্বনির্ভর হওয়ার স্বপ্নও। তবে যাঁকে নিয়ে এত আলোচনা, কী বলছেন সেই শিল্পী? রাজুর কথায়, ‘‘এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে বার্তা দিতে চাই যে, পরিবেশবান্ধব চিন্তা থাকলে পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও অনন্য শিল্প সৃষ্টি সম্ভব। এটাই আজকের দিনে সবচেয়ে প্রয়োজন।’’

    রাজুর কথা ভুল নয়। আজকের দুনিয়ায় সত্যিই আবর্জনা বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বা সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ চলছে গোটা বিশ্বে। সেখানেই নতুন পথ দেখাচ্ছেন রাজু।
  • Link to this news (আনন্দবাজার)