• পণ্যবাহী গাড়ির ধাক্কায় উপড়ে গেল তারাতলা উড়ালপুলের ‘হাইট বার’, ডায়মন্ড হারবার রোডে যানজট, যাত্রীভোগান্তিও
    আনন্দবাজার | ২২ সেপ্টেম্বর ২০২৫
  • পণ্যবাহী গাড়ির ধাক্কায় ভেঙে গেল তারাতলা উড়়ালপুলের একটি ‘হাইট বার’। লোহার কাঠামোর একাংশ দুমড়েমুচড়ে ভেঙে পড়ে রাস্তায়। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনের সকালেই যানজট হয় ডায়মন্ড হারবার রোডে। তারাতলা উড়়ালপুলের খিদিরপুরগামী রাস্তায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। উল্টো দিকের লেন দিয়েও ধীর গতিতে চলছে গাড়ি। ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

    প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোমবার ভোর ৫টা নাগাদ একটি পণ্যবাহী গাড়ি ওই ‘হাইট বার’-এ ধাক্কা মারে। সম্প্রতি পণ্যবাহী গাড়ির উচ্চতা নিয়ন্ত্রণে রাখতে এবং উড়ালপুলে ভারী যান চলাচল বন্ধ রাখতে ওই ‘হাইট বার’ তৈরি করা হয়েছিল। স্থানীয়দের বক্তব্য, লোহার ওই কাঠামোয় কোনও আলো না-থাকায় চালক সেটির উপস্থিতির বিষয়টি টেরই পাননি। আপাতত ভেঙে পড়া লোহার কাঠামো সরিয়ে হাইট বার মেরামতির কাজ শুরু হয়েছে।

    আপাতত গাড়িগুলিতে তারাতলা মোড়়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কত ক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়।
  • Link to this news (আনন্দবাজার)